লেবুতে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা স্ক্যাল্পের যাবতীয় সমস্যার ক্ষেত্রে বেশ উপকারি।
বিশেষত খুশকির মত সমস্যার ক্ষেত্রে।
এছাড়াও লেবুতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা খুশকি দূর করতে ওষুধের মত কাজ করে।
তাই দেখে নিন কিভাবে ব্যবহার করবেন লেবু।
১. লেবু ও নারকেল তেল
একটু নারকেল তেল গরম করে, তাতে দু চামচ লেবুর রস ভালো করে মেশান।
এবার সেটি স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। সঙ্গে পুরো চুলেও লাগান।
সপ্তাহে দু থেকে তিন দিন করুন।
দেখবেন খুশকি উধাও।
২. মুলতানি মাটি ও লেবু
কিছুটা মুলতানি মাটি ও লেবুর রসের পেস্ট বানান।
এই পেস্টটি লাগিয়ে রাখুন কয়েক মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন।
এটি সপ্তাহে একবার করলেই কাজ হবে।
৩. নিম ও লেবু
নিম এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই উপকারি।
তাই কয়েকটি নিম পাতার পেস্ট করে তাতে একটু লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন।
বা নিম পাতার রস করে তাতে লেবুর রস যোগ করেও স্ক্যাল্পে লাগাতে পারেন।
৩০ মিনিট পর ধুয়ে ফেলবেন।
সপ্তাহে দু দিন করলে শুধু খুশকি নয়, স্ক্যাল্পের চুলকানি ও অন্যান্য ইনফেকশনও দূর হবে।
৪. মেথি ও লেবু
এক থেকে দু চামচ মেথি পাউডারের সঙ্গে দু চামচ লেবুর রস মেশান।
এটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট।
তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুশকিমুক্ত হবেন।