Search
Close this search box.

উজ্জ্বল ত্বকের জন্যে মুসুর ডালের ফেসপ্যাক

মুসুর ডাল মুখে মেখে মাত্র ১০ থেকে ১৫ দিনে আপনি পেয়ে যেতে পারেন উজ্জ্বল ও সুন্দর ত্বক।

আজ লিখছি মুসুর ডালের অত্যন্ত সহজ এবং কার্যকরী ৩টি ফেস প্যাক।

আমাদের ত্বক যেমন আলাদা হয় তেমনি ত্বকের সমস্যা গুলিও আলাদা।

আপনার প্রয়োজন মত ফেস প্যাকটি বেছে নিন ও মাত্র কয়েক দিনের মধ্যেই সুন্দর উজ্জ্বল ত্বক পেয়ে যান।

১. আন্টি ট্যান ও ডিপ ক্লিনসিং ফেসপ্যাক

পরিমান মত মুসুর ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে নিয়ে বেটে তার সাথে ১ টেবিল চামচ ব্যসন ও ১ টেবিল চামচ দই ভালো করে মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে নিন।

মিশ্রণটি পুরোপুরি শুকিয়ে গেলে হাতে অল্প পানি নিয়ে হালকা করে ঘষে ফেসপ্যাকটি তুলে ফেলুন।

এতে আপনার ত্বক গভীরভাবে পরিষ্কার হয় ও ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার হয়।

এছাড়া সান ট্যান থাকলে তা উঠে যায় এবং ত্বক উজ্জল হয়ে ওঠে।

মুখের সাথে সাথে শরীরের অন্য অংশে ট্যান হলেও এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন।

সপ্তাহে ৩ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

২. ডেড সেল ক্লিনসিং ফেসপ্যাক

৩ চামচ মুসুর ডাল পাউডার এর সাথে ৩/৪ চামচ মধু মিশিয়ে নিন।

এবার এটি মুখে ও গলায় ভালো করে মেখে নিন।

১০ থেকে ১৫ মিনিট পর হালকা করে ঘষে ফেসপ্যাকটি তুলে ফেলুন।

এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাকটি আমাদের ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে।

এর ফলে আমাদের ত্বক উজ্জ্বল ওঠে। এছাড়া এটি ত্বককে মসৃন করে।

এই ফেসপ্যাক টি আপনি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে পারেন।

৩. মুখের কালো ছোপ দূর করার ফেসপ্যাক

মুখের কালো ছোপ আমাদের সৌন্দর্য্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

এই ফেসপ্যাকটি আমাদের এই সমস্যার সমাধান করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে তোলে।

৩-৪ চামচ মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে বেটে রাখুন।

এবার তার সাথে ১/২ কাপ দুধ ও ৪-৫ ফোঁটা আলমন্ড অয়েল মিশিয়ে নিন।

ই ফেসপ্যাকটি মেখে ২০ মিনিট পর হাতে অল্প পানি নিয়ে হালকা করে ঘষে মুখ পরিষ্কার করুন।

যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তারা আলমন্ড অয়েল এর পরিবর্তে গোলাপজল ব্যবহার করতে পারেন।

এই ফেস প্যাক আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন।

দেখছেন তো কত সহজ এখন উজ্জল ত্বক পাওয়া! ত্বকের ধরন অনুযায়ী ফেসপ্যাক বেছে নিন।

এগুলি প্রত্যেকটি অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক এবং সব রকম ত্বকের জন্য প্রযোজ্য।