লিপস্টিক পরে সকালবেলা যখন বেরোলেন, তখন দেখতে দিব্যি ফিটফাট লাগছে।
কিন্তু অফিসে গিয়ে এক কাপ চা খেতে না খেতেই তার সৌন্দর্য খতম – অর্ধেক উঠে গিয়েছে।
নেল পলিশের ক্ষেত্রেও ব্যাপারটা এক – লাগানোর পর নখটা দেখতে ভারী চমৎকার লাগে, তার কিছুদিনের মধ্যেই যায় বারোটা বেজে।
কিন্তু খুব সহজ কিছু পদ্ধতি আছে, যা অনুসরণ করলে লিপস্টিক আর নেল পলিশ দুটোই দীর্ঘস্থায়ী হবে।
লিপস্টিকের ক্ষেত্রে যা যা করবেন
লিপস্টিক লাগানোর আগে অতি অবশ্যই ঠোঁট এক্সফোলিয়েট করে সব মৃত কোষ পরিষ্কার করে নিতে হবে। স্রেফ চিনি আর মধু মিশিয়ে ঠোঁটে লাগান, খানিকক্ষণ অপেক্ষা করুন।
তার পর একটা পুরোনো, নরম হয়ে যাওয়া ব্রাশ দিয়ে আলতো হাতে ঘষে ঘষে ঠোঁট পরিষ্কার করে নিন। তার পর লাগিয়ে নিন লিপ বাম।
নারকেল তেল লাগালেও কিন্তু ঠোঁট খুব নরম থাকে। লিপস্টিক লাগানোর আগে লিপ প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার তা বেশিক্ষণ টিকিয়ে রাখতে সাহায্য করবে।
তা ছাড়া লিপস্টিক স্মাজও করবে না। এবার লিপ লাইনার লাগান, তার পর লিপস্টিক। লিপস্টিক লাগিয়ে একবার টিস্যু পেপার দিয়ে বাড়তি রং শুষে নিন।
এর উপর মোটা ব্রাশ দিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন। তার পর আবার এক পরত লাগান।
এর পর লিপস্টিক চট করে উঠবে না, কাপে চুমুক দিলে রংও লাগবে না।
নেলপলিশের ক্ষেত্রে মেনে চলুন নিচের নিয়মগুলি
একাধিক কোট লাগাবেন না, তাতে নেল পলিশ তাড়াতাড়ি চটে যাবে। একটা কোট শুকোলে তবেই পরের কোট লাগান।
নেল পলিশ লাগানোর পরেই হাতে গরম জল বা হেয়ার ড্রায়ারের তাপ লাগাবেন না।
তার চেয়ে ঠান্ডা জলে হাত চুবিয়ে রাখুন, তাতে নেল পলিশ তাড়াতাড়ি শুকোবে। পলিশ লাগানোর আগে কি শিশিটা ভালো করে ঝাঁকিয়ে নেন একবার?
ভুল করেন! তাতে নেল পেন্টে বাতাসের বুদবুদ তৈরি হয় এবং সেই বুদবুদের কারণেই নখের রং চটে যায়।
তার চেয়ে বোতলটা হাতের তালুতে নিয়ে রোল করে নিন।
নেল পলিশ পরার আগে তুলোয় সামান্য সাদা ভিনিগার নিয়ে নখের উপর বুলিয়ে নিন।
তার পর বেস কোট লাগিয়ে রং লাগান।