হালকা মেকআপ করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জেনে নিন
হালকা মেকআপের সময়, আগে ফাউন্ডেশন নাকি প্রাইমার? কখন করবেন কন্টোরিং? মুখের কোন কোন জায়গায় ব্লাশ করবেন? ফাউণ্ডেশন ব্লেন্ড করার সঠিক পদ্ধতি কী? হালকা মেকআপে ব্লাশ ব্যবহার করব কিনা? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো চলে আসে মেকআপের ক্ষেত্রে। নিজেকে সুন্দর, নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য জনপ্রিয় মাধ্যম হলো মেকআপ। জন্মদিনের পার্টি থেকে জমকালো বিয়ে কিংবা কলেজের রিইউনিয়ন, ভার্সিটির পহেলা ফাল্গুন, বৈশাখের প্রোগ্রাম সবখানেই সৌন্দর্য বর্ধনে মেকাপ ব্যবহার করা হয়। ইদানীং “নো মেকআপ-মেকআপ” লুক খুব চলছে। সবমিলিয়ে হালকা মেকাপের কদর বেড়েছে ছেলে মেয়ে নির্বিশেষে সবার কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা মেয়েদের হালকা মেকআপ সাজ বেশি পছন্দ করছে। এজন্য মেয়েরাও ঝুঁকছে হালকা মেকআপের দিকে। আসুন এখন জেনে নিই, হালকা মেকআপের জন্য ফাউণ্ডেশন নাকি বিবি ক্রিম? হালকা মেকআপ বেশিক্ষণ ধরে রাখতে চান? মেকআপ করার সময় কী কী বিষয় খেয়াল রাখা জরুরী? হালকা মেকআপ করার সময় যে ভুলগুলো করা যাবে না, নতুনদের জন্য হালকা মেকাপ করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে।
হালকা মেকআপ
গায়ের ন্যাচারাল টোনের সাথে মিলে যায় এমন মেকাপই হলো হালকা মেকআপ। অনেকের কাছেই এটি “নো মেকআপ-মেকাপ লুক” নামে পরিচিত। যুগের পরিবর্তনের সাথে সাথে ভারি সাজ ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এছাড়া আধুনিক তরুণেরা চান না তাঁর পার্টনার খুব ভারি মেকাপ করুক। তাই বর্তমানে হালকা সাজ সবারই পছন্দের।
কেন হালকা মেকআপ ?
হালকা মেকাপ কেন এত জনপ্রিয় হচ্ছে দিনকে দিন তার কিছু কারন রয়েছে। আসুন জেনে নিই হালকা মেকআপ আপনি কেন করবেন তার কার্যকারন সম্বন্ধে-
- প্রতিনিয়ত ভারী মেকআপের ব্যবহার ত্বকে নানা ধরনের সমস্যা তৈরি করে।
- ব্যক্তিত্ব বজায় থাকে।
- প্রিয়জনকেও খুশি রাখা যায়।
- বন্ধুদের ঠাট্টা ইয়ার্কি থেকে রেহাই মিলে।
- কলেজ, ভার্সিটি, অফিস থেকে শুরু করে যেকোনো জায়গায় মানানসই।
- অনেকেই চান না তারা যে মেকাপ ব্যবহার করেন লোকে তা জানুক। তাদের জন্য হালকা মেকাপ উপযুক্ত।
- ন্যাচারাল লুক দেয় যা সবারই পছন্দ।
- দ্রুত নিজেকে সাজানো যায়।
হালকা মেকআপের জন্য ফাউণ্ডেশন নাকি বিবি ক্রিম?
- হালকা মেকআপের ক্ষেত্রে ফাউণ্ডেশনের পরিবর্তে বিবি ক্রিম বেশি উপযোগী।
- বিবি ক্রিম দ্রুত সেট করা যায়।
- বিবি ক্রিম ত্বকে ব্লেন্ড করা তুলনামূলক সহজ।
- স্কিনের ন্যাচারাল টোন বজায় রাখে।
হালকা মেকআপ করার সময় কী কী বিষয় খেয়াল রাখা জরুরী?
মেক আপ করা খুবই ঝক্কির কাজ ও সময়সাপেক্ষ। তবে হালকা মেকআপ দ্রুত শেষ করা যায়। হালকা মেকাপের ক্ষেত্রে কিছু বিশয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন-
- মেকাপ সেট করতে ভালমানের প্রাইমার ব্যবহার করুন।
- দিনের বেলায় যেহেতু হালকা মেকাপ করা হয় , তাই সানস্ক্রিন অত্যাবশ্যক।
- ময়েশ্চারাইজিং ক্রিম কিংবা বিবি ক্রিম ব্যবহার করতে হবে।
- ডার্ক সার্কেলের উপর কনসিলার খুব বেশি পরিমানে লাগাবেন না।
- দাগ ঢাকতে কমলা/হলুদ রঙের কালার কারেক্টর ব্যবহার করুন। এছাড়া পিচ টোন ব্যবহার করতে পারেন।
- স্কিন টোন অনুযায়ী হালকা ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
- তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফাউন্ডেশন, ড্রাই স্কিনের জন্য ডিউয়ি ফাউন্ডেশন বেছে নিন।
- প্রতিটি স্টেপে ২-৩ মিনিটের বিরতি নিন, যাতে মেকাপ ঠিকঠাক বসে।
- ভেজা স্পঞ্জ ব্যবহার করতে হবে।
- হাত দিয়ে ব্লেন্ড করতে চাইলে আপনার হাত পরিষ্কার আছে কিনা নিশ্চিত হোন।
- হালকা মেক আপে কনটোরিং এড়িয়ে যেতে পারেন।
- মেকাপ সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
হালকা মেকআপ যেভাবে করবেনঃ
হালকা মেকাপ করা তুলনামূলক সহজ এবং কম সময়ে নিজেকে সাজানো যায়। হালকা মেকাপ কিভাবে করবেন সে সম্পর্কে জেনে নিই-
- প্রথমেই মুখ ভালোমানের ক্লিনজার দিয়ে ধুয়ে নিতে হবে। অথবা পছন্দমাফিক যেকোনো ফেসপ্যাক লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিতে হবে।
- মুখ পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
- ময়েশ্চারাইজিং ব্যবহার করার পর সানস্ক্রিন লাগিয়ে নিন।
- ভালোমানের প্রাইমার সেট করে নিন।
- পরিমান মতো বিবি ক্রিম লাগান।
- ডার্ক সার্কেল দূর করতে পরিমাণ মতো কনসিলার ব্যবহার করুন।
- ভেজা স্পঞ্জ কিংবা পরিষ্কার হাত দিয়ে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করুন।
- ব্লেন্ড করার সময় উপর থেকে নিচের দিকে ব্লেন্ড করুন।
- ফেস পাউডার সেট করে নিন।
- সবশেষে মেকাপ সেটিং স্প্রে দিয়ে মেকাপ সেট করে নিন।
হালকা মেকআপ করার সময় যে ভুলগুলো করবেন না
অনেকেই এমন মেকআপ করে থাকেন যা ত্বকে ভালোভাবে বসে না। কিছুক্ষণ পরেই ভেসে উঠে। তাই হালকা মেকআপ এর ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না তা সম্পর্কে ধারনা থাকতে হবে।
- মেকাপ ভালোভাবে, সময় নিয়ে ব্লেন্ড করুন।
- সঠিকভাবে কনসিলার ব্যবহার করুন।
- ডার্ক সার্কেলে খুব বেশি কনসিলার ব্যবহার করা যাবে না।
- স্কিন টোন অনুযায়ী সঠিক শেডের ফাউন্ডেশন বেছে নিন।
- ফাউন্ডেশন হাত কিংবা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন।
- ফাউন্ডেশন সেট করতে কখনোই পাউডার ঘষে ব্যবহার করা যাবে না।
- দীর্ঘক্ষণ ঠিকঠাক রাখতে মেকাপ সেটিংস্প্রে ব্যবহার করুন।
- আইলাইনার, লিপস্টিক, কনটোরিং- এর ক্ষেত্রে রঙ নিয়ে হঠাৎ করে পরীক্ষা করবেন না।
- আপনার ব্যক্তিত্ব অনুযায়ী রঙ বেছে নিন।
- চুল খোলা রাখলে লিপগ্লস লাগাবেন না।
- মেকাপ পাউচে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন।
- অন্যের মেকআপ কিট ব্যবহার থেকে বিরত থাকুন।
- নিজের মেকআপ অন্যের সাথে শেয়ার করবেন না। এতে করে ত্বক সংক্রান্ত সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়।