Search
Close this search box.

গরমে মেকআপ ঠিক রাখার উপায়

মেকআপ এর প্রাধান শত্রু হলো ঘাম।

মেকআপ কোন রকম বসলেও পরবর্তীতে সেটা ঘামের জন্য নষ্ট হয়ে যায়। 

ঘর থেকে পা বাহিরে দিলেই সূর্যের প্রচন্ড তাপে ত্বক ঘেমে একাকার।

মেকআপ লং লাস্টিং করাতে কতই না ভোগান্তি পোহাতে হয়।

আর লং লাস্টিং না হলেও আমাদের চোখের নিচে, নাকের দুই পাশে কপালের মাঝে মেকআপ নষ্ট হয়ে যায়। 

আর যাদের তৈলাক্ত ত্বক তাদের কথা না বললেই নয়।

গ্রীষ্মকাল তৈলাক্ত ত্বকের জন্য খুবই বড় সমস্যার কারণ হয়ে দাড়ায়।

তৈলাক্ত ত্বক ঘামে বেশি আর অতিরিক্ত তেল বের হয়ে ত্বকের বারোটা বাজিয়ে দেয়।

আর সেটা অক্সিডাইজ হয়ে ত্বক কালো দেখা যায়। 

তাই এই গরমে মেকআপ করার ক্ষেত্রে কিছু রুলস ও হ্যাকস ফলো করে কাঙ্ক্ষিত লুক পাওয়া যাতে পারে। 

তাহলে জেনে নেয়া যাক মেকআপ এর কার্যকরী কিছু টিপস। 

প্রিপারেশন 

প্রথমত আপনার ফেস মেকআপের জন্য তৈরি করে নিতে হবে। 

মেকআপ করার আগে অবশ্যই অবশ্যই আপনার চেহারা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।

নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। 

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রে মেকআপের আগে ত্বকে আইস রাব করবেন।

আইস আপনার ত্বকে ডিরেক্ট এপ্লাই না করে একটি পাতলা কাপড়ে নিয়ে সেটা আলতো করে আপনার ত্বকে রাব করুন। 

আইস রাবিং স্কিনের জন্য খুবই উপকারী ও কার্যকরী।

এটা আপনার মেকআপ লং লাস্টিং করবে সাথে গরমের কারণে হওয়া রেডন্যাস ও ইচিং এইগুলো প্রতিরোধ করবে। 

সবচেয়ে বড় যে উপকারিতা তা হলো রেগুলার আইস রাবিং এর ক্ষেত্রে পোর মিনিমাইজ হয়।

তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়ে সেবাম তৈরি হয় আর ত্বককে অক্সিডাইজ করে নষ্ট অওরে ফেলে।

যার ফলে মেকআপ ও খুব বাজে লাগে দেখতে। আইস রাব করলে পোরস মিনিমাইজ করে যা মেকআপ করলে তা খুব ফ্ললেস দেখায়। 

আর ড্রাই স্কিন হলে আপনি গরম পানির ভাপ নিতে পারেন। একটি বালতিতে গরম পানি নিবেন।

তোয়ালে মাথার উপরে ধরে ভাপ নিতে থাকুন। 

তাতে করে মেকআপ বসবে খুব সুন্দরভাবে। 

এরপর আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।

স্টেপ ১: ময়েশ্চারাইজার 

মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব জরুরি।

আপনার ত্বক গরমে অনেক ডিহাইড্রেট হয়ে যায়।

গরমে ত্বক হাইড্রেট রাখা খুব দরকার।

আপনার তৈলাক্ত ত্বক বলে ভাবছেন আপনার ময়েশ্চারাইজার প্রয়োজন নেই? 

তাহলে আপনি ভুল।

তৈলাক্ত ত্বকে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ইউস করবেন।

আপনার ত্বক ময়েশ্চারাইজড রাখা খুব দরকার।

আর যেহেতু ময়েশ্চারাইজার ইউস করবেন সেক্ষেত্রে এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার ইউস করলে ভালো রেজাল্ট পাবেন। 

স্টেপ ২: প্রাইমার

গ্রীষ্মকালে প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ মেকআপ প্রোডাক্ট।

প্রাইমার আপনার ত্বকে একটি স্মুথ গ্লোয়িং বেইজ তৈরি করে।

এটা আপনার ত্বকে ফাউন্ডেশন বসাতে সাহায্য করে। 

তাছাড়াও মেকআপ সঠিক জায়গায় বসাতে প্রাইমারের জুরি নেই। 

এটি এপ্লাই করলে ত্বকের পোরস ও আনইভেন টোন লুকিয়ে ফেলে ত্বককে গ্লোয়িং ভাব ও ম্যাট ফিনিশ দেয়। 

হাতের তালুতে বা আপনার প্রাইমার ব্রাশে অল্প একটু নিয়ে সেটা সার্কুলার মোশনে এপ্লাই করতে থাকুন।

ফাউন্ডেশনের নিচে প্রাইমার এপ্লাই করার ফলে ম্যাট ফিনিশ দিবে। 

স্টেপ ৩: ফাউন্ডেশন 

গরমে ফাউন্ডেশন এপ্লাই করা ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যেনো ফাউন্ডেশন লাইট ওয়েট হয় আর লং লাস্টিং ও। 

এমন একটি ফাউন্ডেশন পছন্দ করা খুবই দরকার কারণ যত হালকা ফাউন্ডেশন হবে, আমাদের ত্বক তত ভালোভাবে শ্বাস নিতে পারবে। 

মিডিয়াম টু ফুল কাভারেজ এর একটি ফাউন্ডেশন নিতে সেটা আপনার ত্বকে এপ্লাই কর‍তে পারেন। 

আপনার ত্বকে যদি ডার্ক সার্কেল বা কোন ছোপ ছোপ দাগ এমন থাকে তবে ফাউন্ডেশন এপ্লাই করার আগে কন্সিলার দিয়ে সেগুলো হাইড করে নিতে হবে।

তারপর ফাউন্ডেশন এপ্লাই করতে হবে।

স্টেপ ৪: আইব্রো আর্ট

আপনার চোখের সৌন্দর্যের উপর অনেকাংশে আপনার পুরো চেহারার আকর্ষণ নির্ভর করে। 

চোখ যত ফ্ললেসলি সাজাতে পারবেন তত দেখতে ভালো লাগবে। 

প্রথমে আপনার আই ব্রো আর্ট করে নিন ওয়াটার প্রুফ আই ব্রো জেল দিয়ে।

বেশি মোটা বা গাঢ় করবেন না। ন্যাচারাল রাখার চেষ্টা করবেন।

আর ওয়াটার প্রুফ আই ব্রো জেল ব্যবহার করলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

স্টেপ ৫: আইশ্যাডো 

গরমে যতটা সম্ভব হালকা ও লাইটওয়েট করে সাঁজার চেষ্টা করবেন। 

নুড বা মেটালিক রঙের হালকা রঙের আইশ্যাডো এপ্লাই করবেন।

নিচে কন্সিলার দিয়ে বেইস ক্রিয়েট করেভতার উপর সাদা বা হালকা রঙের কোটিং দিয়ে সেট করতে হবে। 

তারপর নুড বা মেটালিক জাতীয় রঙ এপ্লাই করুন।

ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আইলুক ফিনিশ করে দিতে হবে। 

স্টেপ ৬: ম্যাট আইলাইনার বা কাজল

যেহেতু গরমে ঘাম হয় বেশি তাই ম্যাট ও ওয়াটারপ্রুফ আইলাইনার বা কাজল এপ্লাই করতে হবে।

ওয়াটারপ্রুফ আইলাইনার বাজারে কিনতে পাওয়া গেলেও কাজলের ক্ষেত্রে সেটা খুব কঠিন।

কারণ কাজল ছড়িয়ে পরে অতিরিক্ত ঘাম হলেই  

তাই এই হ্যাকটি ট্রাই করতে পারেন।

কাজল দেয়ার পর তার উপরে ব্রাশের সাহায্যে পাওডার ব্রাশ করে দিলে সেটা একটা ম্যাট ফিনিশিং দিবে আর লং লাস্টিং ও হবে। 

এবার আসবো মাশকারা নিয়ে।

গরমে ফেইক ল্যাশ না পড়ে আপনার ন্যাচারাল আই ল্যাশ এই দিন মাশকারার টাচ আপ। 

মাশকারা পছন্দ করুন এক্সট্রা ভলিউম যুক্ত।

তবে ঘন ও সেট রাখতে মাশকারা এপ্লাই এর আগে তাতে ব্রাশ করুন পাউডার।

যেকোন নরমাল পাউডার হলেই হবে।

তারপর মাশকারা এপ্লাই করুন।

এইভাবে করলে লং লাস্টিংও হবে। 

স্টেপ ৭: লিপস্টিক এপ্লাই

অনেকেরই গরমে লিপস্টিক ছড়িয়ে যাওয়ার চান্স থাকে।

শীতের দিনে ম্যাট এপ্লাই করতে পারেননি কিন্তু গরমে চুজ করুন ফুল ম্যাট লিপস্টিক। 

যেকোনো রঙেই মানিয়ে যাবে আপনার লাইট মেকআপের সাথে।

কিন্তু যেহেতু লাইট মেকআপ তাই পছন্দ করুন যেকোনো হালকা রঙের লিপস্টিক। 

লিপস্টিক যাতে ঠোঁটে সেট হয় তার জন্য সপ্তাহে ৩/৪ বার চিনি ও মধুর স্ক্রাবিং করুন।

তাতে ঠোঁটের উপরের ডেড সেল রিমুভ হবে আর লিপস্টিক ও সুন্দর মতো বসে যাবে। 

স্টেপ ৮: সেটিং স্প্রে

সবশেষে আপনার মেকআপ ফিক্স করুন সেটিং স্প্রে দিয়ে। 

গরমে ত্বক অতিরিক্ত ঘাম হলে আমাদের মেকআপ এদিক সেদিক হয়ে যায়।

তাতে চেহারার লুক বাজে লাগে দেখতে।

তাই সব শেষে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলে মেকআপ সেট ও লং লাস্টিং হবে। 

এই স্টেপগুলো ফুলফিল করার মাধ্যমে সম্পুর্ণ করুন আপনার সামারের হালকা মেকআপ লুক। এই ট্রিক আর হ্যাকস গুলো ফলো করেই পেয়ে যাবেন লং লাস্টিং সামার মেকআপ।