আঁচিল দূর করার ঘরোয়া উপায়

আমাদের স্কিনে দাগ বলুন বা ব্রণ হোক কি অন্য কিছু, সেগুলি নিয়ে আমরা যতটা না চিন্তিত হই, তার থেকে অনেক বেশি চিন্তিত হই আঁচিল হলে।

আঁচিল যেখানে সেখানে হতে পারে। মূলত আমরা দেখি গলার কাছে এটি বেশি হয়।

আর এই আঁচিল কোনও ভাবেই লুকিয়ে রাখার কোনও উপায় আমাদের কাছে থাকে না।

তাই এটি নিয়ে আমাদের সমস্যা বেশি। ডাক্তারের কাছেও এই বিষয়ের জন্য অনেকে যেতে চান না।

তাই আমরা এনেছি এমন কিছু ঘরোয়া সমাধান যা খুব সহজেই আঁচিলের থেকে আপনাকে রেহাই দেবে।

তাহলে আসুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

কেন হয় আঁচিল?

আঁচিল সেই অর্থে কোনও রোগ না। তবুও এটি আমাদের খুবই সমস্যায় ফেলে।

এটি মূলত একটি ভাইরাসজনিত সমস্যা।

অনেকে বলেন, রঞ্জক কোষ জমাট বেঁধে গেলে তা আঁচিলের আকারে প্রকাশ পায়।

এটি বাদামি, কালো, লাল, গোলাপি এই রকম নানা রঙের হয়।

আঁচিল শুধু রঙের দিক থেকেই নয়, আকারের দিক থেকেও বড়, ছোট হয়ে থাকে।

আর যেহেতু কিছু করেই এটি ঢেকে রাখা যায় না, তাই এটি আমাদের বিব্রত করে।

তাই আঁচিলের থেকে মুক্তি পাওয়া খুব দরকার।

আঁচিল সারানোর ঘরোয়া উপায়

আপনি যদি ঘরে বসেই একটু সময় দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পান তাহলে তা কেন ব্যবহার করবেন না!

আসুন দেখে নিই সেরকমই কিছু উপায়।

১. ক্যাস্টর অয়েল

এটি কিন্তু আপনার আঁচিল তোলার জন্য বেশ ভালো কাজ দেয়।

এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন বেকিং সোডা।

উপকরণ

১ চামচ বেকিং সোডা, ২ চামচ ক্যাস্টর অয়েল।

পদ্ধতি

এই দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পিপারমেন্ট অয়েলও ব্যবহার করতে পারেন।

এই মিশ্রণ আঁচিলের উপর লাগিয়ে রাখুন। এটি সারা রাত রেখে দিন।

সকালে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। বেশ কিছুদিন পর থেকে পরিবর্তন বুঝতে পারবেন।

২. কলার খোসা

কলার খোসার ভিতরে যে সাদা অংশ থাকে সেটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এটি কিন্তু আপনার আঁচিল দূর করতে সাহায্য করবে।

উপকরণ

১ টি কলার খোসা।

পদ্ধতি

কলার খোসার ভিতরের অংশ বের করে নিন।

সেটি এবার পেস্ট করে আঁচিলের উপর লাগান। একটি ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন।

সকালে গরম জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করতে পারেন এটি।

৩. অ্যালোভেরা জেল

ত্বকের অন্য যে কোনও সমস্যার মতো আঁচিলের ক্ষেত্রেও অ্যালোভেরা জেল খুব কাজ দেয়।

এটি আঁচিল ভিতর থেকে নরম করে। তাই সহজেই এটি উঠে আসে।

উপকরণ

অ্যালোভেরা জেল।

পদ্ধতি

বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকে পাতা নিয়ে তার থেকে রস বের করে নিন।

না হলে দোকান থেকে ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলও কিনতে পারেন।

এই জেল আঁচিলের উপর লাগিয়ে ম্যাসাজ করুন হাল্কা হাতে।

যতক্ষণ না জেল পুরো শুষে নিচ্ছে ততক্ষণ করুন। তারপর ধুয়ে নিন।

এটি সপ্তাহে দু দিন অন্তত করতেই হবে।

৪. পেঁয়াজের রস

পেঁয়াজ যে কত ভালো ভাবে আঁচিল কমাতে সাহায্য করে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না।

কিন্তু এবার ব্যবহার করেই দেখুন।

উপকরণ

১টা পেঁয়াজ, ১/২ চামচ নুন।

পদ্ধতি

পেঁয়াজ কুচি করে কেটে নিন। এর সঙ্গে নুন মিশিয়ে সারা রাত রেখে দিন।

পরের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে রাখুন।

তারপর সকালে গরম জলে ধুয়ে নিন। এটি নিয়মিত করতে থাকুন।

৫. রসুন

পেঁয়াজের মতো রসুনও কিন্তু আঁচিল কমাতে বেশ উপকারী।

উপকরণ

কয়েক কোয়া রসুন।

পদ্ধতি

রসুন থেঁতো করে নিন। এবার এই রসুন আঁচিলের উপর লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখে দিন সারা রাত।

পরের দিন হাল্কা গরম জল দিয়ে ধুয়ে নিন। এটি আপনি চাইলে রোজ করতে পারেন।

তাহলে দেখলেন তো…

কত সহজেই ঘরে বসে আপনি আঁচিল থেকে মুক্তি পেতে পারেন।

শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আর তাতেই আপনি চিরতরে আঁচিলকে বলতে পারবেন টাটা।