Search
Close this search box.

ত্বকের উজ্জ্বলতায় মুলতানি মাটি ও চন্দনের ফেস প্যাক

এই বৈরী আবহাওয়ায় ত্বকে আনুন লাবণ্য।

শুধু প্রয়োজন একটু বাড়তি যত্ন।

এবং সেটাই পাচ্ছেন একদম সুলভ মূল্যে অর্গানিকেয়ার থেকে!

১০০% খাঁটি অর্গানিক উপাদানে তৈরি স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে অর্গানিকেয়ার সাজিয়েছে নানা ধরনের কম্বো প্যাক।

অর্গানিকেয়ার—এর দুর্দান্ত ফেস প্যাক কালেকশন নিয়মিত ব্যবহার করে পেতে পারেন পরিস্কার ও উজ্জ্বল ত্বক!

যার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার ত্বক ও চুলের ধরন অনুসারে বিভিন্ন সমস্যার সঠিক প্রোডাক্টটি!

মুলতানি মাটির ফেস প্যাকের ব্যবহারবিধি

পরিমাণমতো অর্গানিকেয়ারের মুলতানি মাটির ফেস প্যাক নিন।

যাতে পুরো চেহারায়, ঘাড়ে এবং গলায় ফুল কভারেজ দেয়।

ফেস প্যাক ব্যবহার করার আগে ভালোভাবে মুখটি পরিস্কার করে নিন।

প্রয়োজনে ভালো কোনো ক্লিনজার ব্যবহার করুন।

মুখ পরিস্কার করার পর শুকিয়ে এলে ফেস প্যাক অ্যাপ্লাই করুন।

ফেস প্যাক পানি দিয়ে না গুলিয়ে, বিশুদ্ধ দুধ দিয়ে মিক্স করতে চেষ্টা করুন।

ফেস প্যাক মুখে লাগিয়ে বেশিক্ষণ রাখবেন না, যখন শুকিয়ে আসতে শুরু করবে তখনই আলতো করে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন, ফেসপ্যাক বেশি টানটান হয়ে গেলে চামড়ায় ভাজ পড়তে শুরু করে।

এছাড়া মুখ পরিস্কার করার সময়েও বেশি ঘষবেন না। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

এমনিতেই মুখের চামড়া বেশ সেনসিটিভ।

চন্দনের ফেস প্যাকের ব্যবহারবিধি

মুলতানি মাটির মতো করে একই পদ্ধতি অর্গানিকেয়ারের চন্দন ফেস প্যাক ব্যবহার করুন।

চাইলে দুধের পাশাপাশি অ্যালোভেরা সুদিং জেল ব্যবহার করতে পারেন।

ভালো ফলাফলের জন্য নিয়মিত সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য ১০০% অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাইলে shop.glamozen.com এ ভিজিট করুন। গ্ল্যামোজেন দিচ্ছে বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডেড অ্যান্ড অথেনটিক প্রোডাক্টের নিশ্চয়তা। নকলের অভয়ারণ্যে খুঁজে নিন আপনার ভরসার আশ্রয়স্থল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।