সাধারণত ফেইসপ্যাকে মুলতানি মাটির ব্যবহার বেশি হয়। চলুন একনজরে দেখে নেই ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি এর উপকারিতাগুলো!
অয়েলি স্কিন ভালো রাখার জন্য যতগুলো প্রাকৃতিক উপাদান আছে, তার মধ্যে মুলতানি মাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমিয়ে ফেলতে সাহায্য করে।
এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। অর্থাৎ ত্বকে জমে থাকা ডেড সেলস, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে কার্যকরী ভুমিকা রাখে।
ব্রণের দাগ, সানট্যান, ব্লেমিশসহ যেকোনো কালো দাগ ফেইড করতে মুলতানি মাটির জুড়ি নেই।
ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে কার্যকরী ভুমিকা রাখে এই মুলতানি মাটি। সেই সাথে হেলদি গ্লো নিয়ে আসে এবং ত্বকের রং উজ্জ্বল করে।
স্কিনের টাইপ অনুযায়ী ফেইস প্যাক অ্যাপ্লাই করলে সেটা থেকে আপনি হাইয়েস্ট বেনিফিট পাবেন।
ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী।