Search
Close this search box.

চুলের যত্নে মুলতানি মাটির ৫টি প্যাক

মুলতানি মাটি রূপচর্চার একটি অনবদ্য উপকরণ।

ফেসমাস্ক হিসাবে অনেকেই মুলতানি মাটি ব্যবহার করে থাকেন।

কিন্তু জানেন কি, চুলের যত্নেও এটি একইভাবে কার্যকরী?

মুলতানি মাটির ব্যবহার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়।

চুলকে ভালোভাবে কন্ডিশনিং করে।

পাশাপাশি স্ক্যাল্প হতে টক্সিন দূর করতে সাহায্য করে।

তাই দেখে নিন চুলের যত্নে মুলতানি মাটির ৫ হেয়ার প্যাক।

১) শুষ্ক চুলে জন্য মুলতানি মাটির হেয়ার প্যাক

উপকরণ:

  • মুলতানি মাটি- ৪ চাচামচ
  • দই- ১/২ কাপ
  • লেবুর রস- অর্ধেকটা
  • মধু- ২ টেবিলচামচ

যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণগুলি নিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করে নিন।

এবার প্যাকটি সারা মাথায় ভালো করে অ্যাপ্লাই করে এবার চুল বরাবর লাগাতে থাকুন।

চুলের গোড়ায় এবং ডগায় বেশি গুরুত্ব দিন।

এভাবে ২০ মিনিট মাথায় মেখে শাওয়ার ক্যাপ পরে থাকুন।

এরপর সালফেট মুক্ত শ্যাম্পু এবং ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।

সবশেষে কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

সপ্তাহে ১-২ বার এটি ব্যবহার করতে পারেন।

উপকারিতা:

দই চুলকে কন্ডিশনিং করে ও মধু চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

আর লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

২) তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির হেয়ার প্যাক

উপকরণ:

  • মুলতানি মাটি- ৩ টেবিলচামচ
  • রীঠা পাউডার- ৩ টেবিলচামচ
  • জল- ১ কাপ

যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে মুলতানি মাটিকে ৩-৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।

এবার জলে ভেজানো মুলতানি মাটিতে রীঠা পাউডার মিশিয়ে নিয়ে আরও একঘণ্টার জন্য রেখে দিন।

এরপর হেয়ার প্যাকটি সারা স্ক্যাল্প এবং চুলে অ্যাপ্লাই করে নিন।

মিনিট ২০ মতো মাথায় রেখে ভালো করে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

ভালো ফল পেতে সপ্তাহে ৩ দিন এই প্যাকটি ব্যবহার করুন।

উপকারিতা:

রীঠা এবং মুলতানি মাটি চুলের ময়লা এবং তৈলাক্তভাব দূর করতে সাহায্য করে।

৩) খুশকি রোধে মুলতানি মাটির হেয়ার প্যাক

উপকরণ:

  • মেথি বীজ- ৬ টেবিলচামচ
  • মুলতানি মাটি- ৪ টেবিলচামচ
  • লেবুর রস- ১ টেবিলচামচ

যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রেখে দিন।

পরদিন সকালে মেথির একটি স্মুদ পেস্ট তৈরি করে নিন।

এরপর তাতে মুলতানি মাটি এবং লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এরপর প্যাকটি প্রথমে আপনার স্ক্যাল্পে তারপর ধীরে ধীরে সারা চুলে অ্যাপ্লাই করে নিন।

একইভাবে চুলের গোড়া এবং ডগায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ৩০ মিনিট রেখে দিন।

এরপর সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে ঠান্ডা অথবা হালকা গরম জলে চুল ধুয়ে নিন।

সবশেষে কন্ডিশনার লাগাতে ভুলবেন না যেন।

উপকারিতা:

খুশকির অব্যর্থ ওষুধ হল মেথি বীজ।

এর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করলে তা স্ক্যাল্পের যাবতীয় সমস্যা দূর করে।

৪) চুল পড়া কমাতে মুলতানি মাটির হেয়ার প্যাক

উপকরণ:

  • মুলতানি মাটি- ২ টেবিলচামচ
  • গোলমরিচ- ১ চাচামচ (শুষ্ক চুলের জন্য) অথবা লেবুর রস- ১ চাচামচ (তৈলাক্ত চুলের জন্য)
  • দই- ২ টেবিলচামচ (শুষ্ক চুলের জন্য) অথবা অ্যালোভেরা জেল- ২ টেবিলচামচ (তৈলাক্ত চুলের জন্য)

যেভাবে ব্যবহার করবেন:

একটি পাত্রে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করে নিন।

এবার পেস্টটি প্রথমে সারা স্ক্যাল্পে এবং তারপর পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন।

চুলের ডগায় এবং গোড়ায় একটু বেশি ভালো করে লাগিয়ে নিয়ে ৩০ মিনিট পর্যন্ত রেখে দিন।

তারপর মাইল্ড সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করে ঠান্ডা অথবা ঈষদ উষ্ণ জলে ভালো করে ধুয়ে নিন।

সপ্তাহে ৩ দিন এই প্যাকটি আপনারা ব্যবহার করতে পারেন।

উপকারিতা:

গোলমরিচ, অ্যালোভেরা, লেবুর রস স্ক্যাল্পের রক্তসঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

৫) ডগা ফাটা রোধে মুলতানি মাটির হেয়ার প্যাক

উপকরণ:

  • অলিভ অয়েল- ৩ টেবিলচামচ
  • মুলতানি মাটি- ৪ টেবিলচামচ
  • দই- ১ কাপ

যেভাবে ব্যবহার করবেন:

রাতে শুতে যাওয়ার আগে প্রথমে সারা চুলে ভালো করে অলিভ অয়েল ম্যাসাজ করে নিন।

পরেরদিন সকালে উঠে দই এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি সারা চুলে অ্যাপ্লাই করে নিন।

প্যাকটি মাথায় ২০ মিনিটের জন্য রেখে দিন এবং হালকা গরম জল দিয়ে সারা চুল ধুয়ে নিন।

উপকারিতা:

অলিভ অয়েল চুলের জন্য দারুণ উপকারি।

এটি চুলের রুক্ষতা, ডগা ফাটার মতো সমস্যাগুলিকে সহজেই দূর করতে পারে।

তাহলে আর দেরি না করে আপনার চুলের সমস্যা অনুসারে অবশ্যই ট্রাই করুন মুলতানি মাটির এই ৫টি প্যাক।