Search
Close this search box.

রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার সহজ ঘরোয়া উপায়

একটি সুন্দর নেলপলিশ নিয়ে বসলেন অনেক শখ করে সেটি পরবেন বলে।

কিন্তু আগের নেলপলিশটি তার আগে তুলতে হবে।

আপনি নেলপলিশ রিমুভার রাখার জায়গায় গেলেন আর রিমুভারটি খুঁজতে লাগলেন।

এর পর দু’টি ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে।

হয় আপনি রিমুভারটি খুঁজে পাবেন না, নয়তো দেখবেন সেটি শেষ হয়ে গেছে।

এবার আপনি কী করবেন?

নতুন নেলপলিশ দূরে সরিয়ে কাল বেরিয়ে নেলপলিশ রিমুভার কিনে আনার জন্য অপেক্ষা করবেন মন খারাপ করে।

না, থাকতে আপনার মন খারাপের কোনও জায়গাই নেই।

আজকে আপনাদের জানাবো রিমুভার না থাকলেও কীভাবে পুরনো নেলপলিশ সহজে তুলে আপনি আপনার পছন্দের নতুন নেলপলিশ পরতে পারবেন।

১. টুথপেস্ট

  • রিমুভার না থাকলেও টুথপেস্ট দিয়ে আপনি অনেক সহজে নেল পলিশ তুলে ফেলতে পারবেন।
    একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিয়ে নখের উপর খানিক সময় নিয়ে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন।
  • জল দিয়ে ধুয়ে ধুয়ে তিন বার মতো করলেই দেখবেন নখ একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর আগের রঙ নেই।
  • টুথপেস্টে থাকা ইথাইল এই রঙ সহজেই তুলে দেয়। পাশাপাশি আপনার নখ বেশ চকচক করবে।

২. ডিওডোরেন্ট

  • ডিওডোরেন্ট বা বডি স্প্রেও কিন্তু খুব ভালো রঙ তোলে। তবে এটিও দু-তিন বার ব্যবহার করতে হবে।
  • নখে রঙের উপর ডিওডোরেন্ট দিয়ে দিন আর তুলো দিয়ে ঘষতে থাকুন।
  • এটি আপনার রিমুভারের থেকে একটু বেশি সময় নেবে রঙ তুলতে কিন্তু রিমুভার না থাকার জন্য আপনার নেল পলিশ পরা আটকে রাখবে না।

৩. হ্যান্ড স্যানিটাইজার

  • বাইরে বেরোলে আমরা আজকাল হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রেখেই থাকি।
    এটিও কিন্তু বেশ তাড়াতাড়ি পুরনো নেল পলিশ তুলে দেয়।
  • নখে কয়েক ফোঁটা স্যানিটাইজার দিয়ে তুলোর সাহায্যে ঘষুন। দেখবেন রঙ উঠে আসছে।
  • আসলে বেশিরভাগ হ্যান্ড স্যানিটাইজারে থাকে স্পিরিট বা অ্যালকোহল। আর এগুলি রঙ তুলতে খুব ভালো কাজ দেয়।

৪. হেয়ার স্প্রে

  • চুলে ইন্সট্যান্ট গ্লো আনার জন্য আমরা হেয়ার স্প্রে ব্যবহার করে থাকি। মহিলারা এটি আজকাল প্রায়ই সঙ্গে রাখেন।
    অফিস করে কোনও পার্টিতে যেতে হলে এই স্প্রে চুলে দিয়ে নেন তাঁরা।
  • কয়েক মিনিটের মধ্যেই চুল সারাদিনের ক্লান্তি কাটিয়ে হয়ে ওঠে ফুরফুরে আর সিল্কি। এই হেয়ার স্প্রেতেও কিন্তু অ্যালকোহল থাকে।
  • তাই একটি তুলোর বলে হেয়ার স্প্রে নিয়ে সেটি নখে দিয়ে খানিক ঘষলে নেল পলিশ উঠে আসবে, নখ হয়ে যাবে পরিষ্কার।

৫. লেবু আর ভিনেগারের মিশ্রণ

  • পাতিলেবু আমাদের শোবার ঘরে থাকে আজকাল।
    আর চাইনিজ রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর ভিনেগার ছাড়া তা সম্ভব নয়, তাই ভিনিগারও আমরা ঘরে এনে রাখি।
  • নেল পলিশ তুলতে কিন্তু এই দুই উপাদান অসাধারণ কাজ করে।
    একটি পাত্রে লেবুর রস আর ভিনেগার নিয়ে মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট মতো।
  • এবার একটি পুরনো ব্রাশ নিয়ে ওই মিশ্রণে ডুবিয়ে ঘষতে থাকুন নখ।
    খানিক ক্ষণ পর পুরনো নেল পলিশ উঠে আসবে।
  • লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডের জন্যই এটি হয়।

৬. তার্পিন তেল

  • ঘরের নতুন রঙ করার জন্য বাড়িতে তার্পিন তেল ব্যবহার করা হয়।
    আপনি তুলোয় অল্প তার্পিন তেল নিয়ে নখে আস্তে আস্তে ঘষুন।
  • একটু সময় লাগবে এতে পুরনো নেলপলিশ উঠে যেতে, কিন্তু অগত্যা রিমুভার না থাকলেও আপনি কিন্তু এটি ব্যবহার করেও কাজ চালাতে পারেন।

৭. আরও নেলপলিশ ব্যবহার করুন

  • নেলপলিশ দিয়ে নেল পলিশ তোলা- শুনে কেমন মাছের তেলে মাছ ভাজা ধরনের মনে হচ্ছে না!
    হ্যাঁ, এভাবেও কিন্তু রঙ তুলে ফেলা যায়।
  • শক্ত হয়ে যাওয়া নেল পলিশের উপর নতুন নেলপালিশ আসলে আগের নেল পলিশকে নরম করে তোলে।
    ফলে আপনি সহজেই আগের নেল পলিশ তুলে ফেলতে পারবেন।

তাহলে, এবার আর রিমুভার না থাকলে মন খারাপ করবেন? মনে হয় না করতে হবে। নিশ্চিন্তে নেলপলিশ পরতে বসুন আর নতুন নতুন রঙে নখ রাঙিয়ে তুলুন।