স্বাভাবিকভাবেই ডিটারজেন্ট, ডিশ ওয়াশিং পাউডার, ফিনাইলের মতো কড়া কেমিক্যালের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত আর ভঙ্গুর হয়ে যাচ্ছে আপনার নখ।
সহজে ভেঙে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে।
দেখতেও খারাপ লাগছে।
যেহেতু এভাবেই ঘরের কাজ করে যেতে হবে, তাই নখ মজবুত করে তোলা ছাড়া উপায় নেই।
আপনার হাতের কাছেই আছে এমন উপাদান যেগুলো ব্যবহার করে নিতে পারেন নখের যত্ন। জেনে নিন এক্ষুনি!
অ্যাপল সিডার ভিনেগার
পানিতে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। অ্যাপল সিডার ভিনেগারে পটাশিয়াম,ক্যালশিয়াম,ম্যাগনেশিয়ামের মতো নানা খনিজ।
উপাদান আছে যা নখের সংক্রমণ কমিয়ে নখ মজবুত রাখে।
সৈন্ধব লবণ
বাটিতে পানি নিয়ে তাতে খানিকটা সৈন্ধব লবণ ফেলে দিন। সঙ্গে যোগ করুন কয়েক ফোঁটা পাতিলেবুর রস।
সপ্তাহে একবার এই মিশ্রণে নখ ডুবিয়ে রাখলে নখ আগের চেয়ে মজবুত হবে।
ভিটামিন ই
নখ শক্ত আর মজবুত করতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই অয়েল। একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভিতরের জেলটা বের করে নখে মাখুন।
নখের স্বাভাবিক যত্নের জন্য
প্রাকৃতিক উপাদানের ব্যবহার আপনার ভঙ্গুর নখকে ফের মজবুত করে তুলবে ঠিকই, কিন্তু তার পাশাপাশি নখ সুস্থ রাখতে কিছু বাড়তি সতর্কতাও মেনে চলতে হবে।
প্রতিদিন বাসন মাজা বা কাপড় কাচার কাজ শেষ হলে হাত ধুয়ে মুছে খুব ভালো করে ময়শ্চারাইজার মেখে নিন। তাতে হাত আর নখ, দুইই ভালো থাকবে।
নখ আর্দ্র রাখুন
ঘরের কাজ করার সময় গ্লাভস পরুন
নখ সুরক্ষিত রাখতে ঘরের কাজ করার সময় ডিসপোজেবল গ্লাভস পরে নিতে পারেন।
থালাবাসন কিংবা কাপড় ধোয়ার সময়েও গ্লাভস ব্যবহার করতে পারেন।
ঘন ঘন নেল রিমুভার ব্যবহার করবেন না
বারবার রং পালটে পালটে নেলপলিশ পরা এবং রিমুভার দিয়ে সেটা তুলে ফেললেও বাড়তি চাপ পরে।
এই বাড়তি চাপটুকু এড়িয়ে চললে লাভ আপনারই।