সারাদিন কাজের পর আপনি কতই ক্লান্ত হয়ে থাকেন।
তখন বাড়ির লোকের সঙ্গে খানিক আড্ডা, গল্প, একসঙ্গে খাওয়া আর তারপর ঘুমিয়ে পড়া, এইসবই শরীর আর মনকে সারাদিনের ধকল থেকে মুক্তি দেয়।
কিন্তু আপনার স্কিন সম্বন্ধে ভেবেছেন কি কিছু?
সারাদিনের রোদ, ধুলো এসবের ঝক্কি সামলে দিনের শেষে স্কিনেরও তো একটা পরিচর্যা দরকার হয়।
শুধু বাড়ি ফিরে মুখ পরিষ্কার করা আর ময়েশ্চারাইজার লাগানোই যথেষ্ট নয়, সঙ্গে চাই আরও বেশি কিছু, যা ভেতর থেকে স্কিনকে রাখবে সুন্দর।
তাই আজ দেখে নিন নাইট ক্রিম কেন আপনি ব্যবহার করবেন সেই সম্বন্ধে।
নাইট ক্রিম ব্যবহার করবেন কেন
নাইট ক্রিম আপনার ত্বককে সারারাত ধরে ময়েশ্চারাইজড করে, ভেতর থেকে সতেজ রাখে।
ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। আপনি যখন মুখে নাইট ক্রিম ম্যাসাজ করে মাখেন, তখন তা মুখে রক্ত সঞ্চালনে সহায়তা করে।
একটা ভালো নাইট ক্রিমে আসলে থাকে ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ, জোজোবা অয়েল, অ্যালোভেরা, মধু, শিয়া বাটার এইসব উপাদান, যা বুঝতেই পারছেন আপনার ত্বকের জন্য কত ভালো।
তাই নাইট ক্রিম মাখলে আপনার ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে দূরে থাকে,ত্বক কোমল থাকে।
বলিরেখা হতে দেয় না, ভাঁজ হয়ে যায় না স্কিন। তাছাড়া নতুন কোষ জন্মাতেও সাহায্য করে। অর্থাৎ আপনার ত্বকে সহজে বয়সের ছাপ ধরা পড়ে না।
কী মনে রাখতে হবে নাইট ক্রিমের ক্ষেত্রে
তবে আপনাকে মনে রাখতে হবে যে নাইট ক্রিম অবশ্যই নিজের ত্বকের ধরণ অনুযায়ী ব্যবহার করা উচিৎ।
তার সঙ্গে আপনাকে আপনার বয়স সম্বন্ধেও খেয়াল রাখতে হবে।
আর মনে রাখবেন নাইট ক্রিম মানে আপনার ত্বকের একদম শেষ পরিচর্যার উপাদান এটি।
তাই নাইট ক্রিমের পর ত্বকের ওপর অন্য কিছু অ্যাপ্লাই করবেন না। সারারাত আপনার স্কিনকে নাইট ক্রিমের দায়িত্বেই ছেড়ে দিন।
আপনারা তো জেনে নিলেন যে নাইট ক্রিম ব্যবহার কেন এতো ভালো ত্বকের যত্নে।