যাদের চুল অয়েলি, একমাত্র তারাই বোঝে এই চুল সামলানোর জ্বালা কি। তেল না দিলেও মনে হয় মাথাভর্তি তেল চুপচুপ করছে।
আর বাইরের ধুলাবালির কথা নাই-বা বললাম। ওগুলো তেল চিটচিটে চুলে আটকে চুলের বারোটা বাজিয়ে ছাড়ে।
তৈলাক্ত চুলের জন্য সঠিক পরিচর্যার পাশাপাশি চাই সঠিক শ্যাম্পু।
অনেকসময় আমরা বুঝতে পারিনা অয়েলি চুলের জন্য আসলে কোন শ্যাম্পুটা ভাল।
ভুলভাল শ্যাম্পু ব্যবহারের ফলে উল্টো চুল ভেঙে যায়, ঝরে যায়। তাই চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা উচিত।
আজকের আয়োজনে থাকছে কোন কোন শ্যাম্পু অয়েলি চুলের জন্য ভালো এবং কেন ব্যবহার করবেন সেগুলো।
তবে তার আগে চলুন জেনে নেই তৈলাক্ত চুলের শ্যাম্পু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।
অয়েলি চুলের শ্যাম্পুর ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখবেন
- দেখতে স্বচ্ছ – এরকম প্লেইন শ্যাম্পুই তৈলাক্ত চুলের জন্য একদম পারফেক্ট৷ কাজেই শ্যাম্পু কেনার সময় প্লেইন শ্যাম্পু দেখে কিনবেন।
ঘন ক্রিমের মতো বা ডিটারজেন্ট সমৃদ্ধ শ্যাম্পু তৈলাক্ত চুলের জন্য একদমই ভালো না। - অনেক শ্যাম্পুতে ময়েশ্চারাইজিং তেল থাকে। আপনার তেলতেলে চুলের জন্য তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করবেন, এতে বেশ ভালো ফল পাবেন।
ড্রাই শ্যাম্পুও হতে পারে তৈলাক্ত চুলের জন্য আরেকটি ভালো অপশন। - যদি শ্যাম্পুর সাথে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নেন, তাহলে সেটা মাথার ত্বকের অতিরিক্ত তেল, বাইরের ধুলাবালি ইত্যাদি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবে।
- অয়েলি চুলে অবশ্যই সপ্তাহে তিনদিন শ্যাম্পু করবেন। তিন বা চারদিনের কম হলে অয়েলি চুলের পরিচর্যা ঠিকমতো হবে না।
আবার ঘন ঘন শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেলের মাত্রা কমে চুল রুক্ষ হবে, মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকাবে বেশি।
তাই সপ্তাহে তিনদিনের বেশি শ্যাম্পু করবেন না। - জিঙ্ক তৈলাক্ত চুলের জন্য দরকারী একটি উপাদান৷ কাজেই জিঙ্কসমৃদ্ধ বা জিঙ্কগোত্রীয় উপাদান আছে এমন শ্যাম্পু কিনুন।
- চুলে শ্যাম্পু লাগানোর আগে স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানিতে চুল ভালো করে ভিজিয়ে নিবেন।
শ্যাম্পু করে চুলটা প্রথমে কুসুম গরম পানিতে ধুয়ে নিবেন। তারপর কন্ডিশনার নিয়ম মেনে চুলে লাগাবেন।
সবশেষে আবার স্বাভাবিক ঠান্ডা পানিতে চুল ধুয়ে ফেলবেন। এভাবে চুল ধুলে শ্যাম্পু খুব তাড়াতাড়ি কাজ করে। - অতিরিক্ত স্ট্রেস, দূষণ, শরীরে পুষ্টির অভাব, জন্মগত ইত্যাদি অনেক কারণে চুল তেল চিটচিটে হয়ে যায়।
কাজেই সুস্থ সুন্দর স্ট্রেসবিহীন জীবনযাপন চুলে তেলের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করবে।