Search
Close this search box.

তৈলাক্ত চুলের যত্নে করণীয়

চুল রুক্ষ হলেও যেমন সমস্যা আবার অতিরিক্ত তেলতেলে চুলও কিন্তু সমস্যার কারণ।

তাই যাদের চুল একটু বেশি তেলতেলে হয় তাদের কিন্তু একটু বিশেষ যত্নের প্রয়োজন চুলের জন্য।

বিশেষ করে যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত তাদের হেয়ার স্টাইলের সবথেকে বড় সমস্যা হলো এই চুল।

সাধারণত হরমোনাল কারণে বা চুলের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নির্গত হলে বা অনেকে সময় কিন্তু জেনেটিক কারণে চুল তেলতেলে হয়ে থাকে।

অতিরিক্ত তেলতেলে চুল হলে অনেক সময় তা চুল পড়ে যাওয়ারও কারণ হতে পারে।

আপনার চুল যদি অয়েলি হয় তাহলে তার যত্ন নিন চুলের অতিরিক্ত তেল দূর করে।

আজকের লেখা পড়লেই জানতে পারবেন দারুণ সব উপায় যার সাহায্যে আপনার তৈলাক্ত চুল হবে বাউন্সি এবং ফ্রিজ ফ্রি।

ডিম

ডিম আমাদের চুলের অতিরিক্ত তেল দূর করে এবং তার সাথে কিন্তু চুলে বাউন্স এনে দেয় এবং চুলের জন্য কিন্তু ডিম অত্যন্ত ভালো একটি উপাদান।

উপকরণ 

২টি ডিম, ২ চামচ লেবুর রস।

পদ্ধতি

দুটি ডিম একটি বাটিতে ২ চামচ লেবুর রসের সাথে ভালো করে ফেটিয়ে নিন। আপনার চুল প্রথমে ভিজিয়ে তারপর লেবুর রস মেশানো ডিম চুলে লাগিয়ে নিন।

১৫-২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে ২-৩ দিন কিন্তু ডিম ব্যবহার করতে পারেন আপনি তেলতেলে চুলের যত্ন নিতে।

চা পাতা

চা পাতা খুব ভালো একটি উপাদান তেলতেলে চুলের জন্য।

এতে ট্যানিক অ্যাসিড থাকে যা সাহায্য করে চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে চুল বাউন্সি করে তুলতে এবং আপনার অয়েলি চুলের যত্ন নিতে।

উপকরণ 

গরম পানি, ২ চামচ চা পাতা।

পদ্ধতি

একটি পাত্রে ১.১/২ কাপ ফুটন্ত গরম পানি নিয়ে তাতে ২ চামচ চা পাতা ঢালুন। একটি চামচ দিয়ে ভালো করে মেশান।

হালকা গরম হয়ে আসলে আপনার চুলে লাগান। ৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে ১-২ বার আপনি এই পদ্ধতি অ্যাপলাই করতে পারেন।

অ্যালোভেরা হেয়ার মাস্ক

অ্যালোভেরা এমন একটি উপাদান যা কিন্তু যে কোনো ধরনের চুলের জন্য বিশেষ করে অয়েলি চুলের যত্ন নিতে বিশেষ ভাবে উপকারি।

এই মাস্ক খুব সহজেই চুলের অতিরিক্ত তেল দূর করে এবং আপনার চুল সুন্দর ও ফ্রিজ ফ্রি করে তোলে।

উপকরণ 

১ চামচ অ্যালোভেরা জেল ,২ চামচ মধু, লেবুর রস।

পদ্ধতি

একটি পাত্রে ১ চামচ অ্যালোভের জেল, ২ চামচ মধু, এবং একটি লেবুর অর্ধেকটা থেকে রস বের করে মিশিয়ে নিন। চুলে ভালো করে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন।

এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই পদ্ধতি অবলম্বন করুন তেলতেলে চুলের যত্ন নিতে।

মুলতানি মাটির হেয়ার মাস্ক

মুলতানি মাটি ত্বকের যত্নের সাথে সাথে কিন্তু আমাদের চুলের যত্ন নিতে বিশেষ করে যাদের চুল তেলতেলে তাদের জন্য অত্যন্ত উপকারি।

উপকরণ 

২ চামচ মুলতানি মাটি, ২ চামচ টক দই, ১টি ডিম, লেবুর রস।

পদ্ধতি

একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি, ২ চামচ টক দই, ১ টি ডিম ও ২ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে হেয়ার প্যাক বানিয়ে নিন।

এবার এই হেয়ার মাস্ক ভালো করে চুলে লাগিয়ে ৩০ মিনিট মত রেখে ভালো করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই হেয়ার মাস্ক।

অয়েলি চুলের জন্য বিশেষ শ্যাম্পু

বাজারে তৈলাক্ত চুলের জন্য বিশেষ শ্যাম্পু কিনতে পাওয়া যায়। চুলের যত্নে ভালো ব্র্যান্ডের পোডাক্ট ব্যবহার করুন। উপকার পাবেন। 

আপনার তেলতেলে চুলের পুরোপুরি যত্ন নিতে এই উপকারি এবং কার্যকরী ঘরোয়া টিপস ফলো করুন, যা আপনার তেলতেলে চুলের সমস্ত রকম সমস্যার সমাধান করবে।

তাই বেছে নিন মনের মত শ্যাম্পু ও ঘরোয়া টিপস এবং আপনার অয়েলি চুলের সমস্যাকে চির বিদায় জানান।