Search
Close this search box.

তৈলাক্ত ত্বকে মেকআপ করার টেকনিক

আপনার ত্বক কি তৈলাক্ত? তৈলাক্ত ত্বকে মেকাপ করা নিয়ে চিন্তিত আপনি?

তাহলে আমাদের আজকের এই লেখাটি শুধুমাত্র আপনার জন্যই।

আপনার তৈলাক্ত ত্বকে কী করে আপনি মেকাপ দীর্ঘস্থায়ী করবেন, তা আমরা আপনাকে জানিয়ে দেবো আজ কিছু সহজ ঘরোয়া টিপসের মাধ্যমে।

মেকআপ করার আগেই তেল শুকিয়ে নিতে পারেন ফেসিয়াল মাস্ক দিয়ে

আপনার ত্বক তৈলাক্ত হলে মেকাপ করার আগে ফেসিয়াল মাস্ক দিয়ে মুখ পরিষ্কার করে নেয়ার কোনো বিকল্প নেই।

আপনার মাস্কটিও হতে হবে এমন সব উপাদান দিয়ে তৈরি, যেগুলো আপনার মুখ থেকে অতিরিক্ত তেল শুষে নিবে।

আবার বেশ কিছুক্ষণের জন্য ত্বকে তেল জমার হাত থেকেও রক্ষা করবে আপনাকে।

যেমন, মুলতানি মাটি, শসার রস, লেবুর রস আর চন্দন কাঠের গুঁড়োর মিশ্রণটি এক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাহায্য করতে পারে।

মুখে কিছুক্ষণ ঘষে নিন বরফ টুকরো

মুখের ত্বক থেকে তেল দূর করতে আর দীর্ঘসময় তেল জমার হাত থেকে রক্ষা করতে বরফ টুকরোর কোনো বিকল্প নেই।

আপনি মেকাপ করার আগে ফেসিয়াল করার সময় না পেলে পাতলা কাপড় বা তুলোতে করে বরফ টুকরো নিয়ে সেটি মুখে ভালোভাবে ঘষুন কিছুক্ষণ ধরে।

দেখুন নিমিষেই আপনার ত্বক থেকে তেল পালিয়ে গেছে বেশ খানিকটা সময়ের জন্য!

ত্বকে তেল জমা থেকে রক্ষা করবে চিনির স্ক্রাব

আপনি জানেন কি, আপনার মুখের ত্বকে দীর্ঘ সময় ধরে যেন কোনো তেল না জমতে পারে, সেজন্য এই একটিমাত্র উপায়ই যথেষ্ট?

খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারেন স্ক্রাবটি।

এক চামচ চিনি নিয়ে তার সাথে একটুকরো লেবুর রস মিশিয়ে সেটি আপনার মুখে ঘষতে থাকুন চিনির দানাগুলো মুখে সম্পূর্ণ না গলে যাওয়া পর্যন্ত।

এই স্ক্রাবটি যে শুধুমাত্র আপনাকে তৈলাক্ত ত্বক থেকে বাঁচাবে তা-ই নয়, বরং এটি নিয়মিত ব্যবহার করলে আপনি ক্রমশ পাবেন উজ্জ্বল ত্বকও।

মেকআপ ব্যবহার করুন ভালো মানের পণ্য

যাদের ত্বক তৈলাক্ত, তাদের মেকাপ করার জন্য পণ্য বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হয়।

কেননা, ত্বকের সাথে মেকাপ পণ্যটি স্যুট না করলে নিমিষেই আপনার সুন্দর মুখশ্রী ভরে যেতে পারে ব্রণ, এলার্জি কিংবা র‍্যাশে!

তাই মেকাপের জন্য সবসময় ভালো ব্র্যান্ডের পণ্য বাছাই করুন।

ব্যবহার করুন অয়েল-ফ্রি প্রোডাক্ট

যেহেতু আপনার ত্বক তৈলাক্ত, কাজেই আপনি মেকাপের জন্য অয়েল-ফ্রি মেকাপ ও ওয়াটার প্রুফ পণ্য ব্যবহার করুন।

প্রাইমার, ফাউন্ডেশন, আইশ্যাডো, আইলাইনার, কাজল, মাশকারা, ফেস পাউডার, লিপস্টিক ইত্যাদি সবই যেন ওয়াটার প্রুফ আর অয়েল-ফ্রি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না কখনোই

অনেকেই মনে করেন, পাউডার যেহেতু শুষ্ক জিনিস, তাই অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বকের তেল থেকে রক্ষা পাওয়া যায়।

কিন্তু এই ভুলটি কখনোই করবেন না যেন! অতিরিক্ত পাউডার ব্যবহার করলে তা আপনার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে মুখের ভাঁজে ভাঁজে মেকাপ ভেঙে দিবে।

যা আপনার গোটা সাজটাকেই নষ্ট করে দিতে পারে।

সাথে রাখতে পারেন ব্লটিং পেপার

ত্বকের অতিরিক্ত তেল আর ঘাম মাঝে মাঝে আলতো করে মুছে দেয়ার জন্য টিস্যু ব্যবহার না করে ব্যবহার করুন ব্লটিং পেপার।

কেননা টিস্যু পেপার দিয়ে ঘাম মুছলে এর সাথে আপনার মেকাপও মুছে যেতে পারে।

অন্যদিকে ব্লটিং পেপারে ঘাম আর অতিরিক্ত তেলই উঠে আসবে, মেকাপ নয়!

তাহলে আজকে আমরা জেনে নিলাম, কিভাবে ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘ সময় ধরে রাখা যায়।

এখন নিশ্চয়ই আপনি আর আপনার তৈলাক্ত ত্বকে মেকাপ করা নিয়ে খুব একটা চিন্তিত হবে না, তাই নয় কি?