যেকোনও ঋতুতেই চুল পড়া কিন্তু একটা বড় সমস্যা।
প্রতিদিন প্রায় গোছা গোছা চুল ঝড়ে যেতে দেখে অনেকেই মনে করেন এবার হয় তো, মাথায় টাক পড়ে যাওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না!
তবে শুধু চুল পড়াই নয়, চুলে খুশকির সমস্যা, চুল পাতলা হয়ে যাওয়া, অকালে চুল পেকে যাওয়া ইত্যাদি নানা সমস্যা খুবই পরিচিত।
এর জন্য অবশ্য অনেক কারণই দায়ি যেমন খারাপ আবহাওয়া, আয়রন-যুক্ত জল, তৈলাক্ত স্ক্যাল্প ইত্যাদি নান কারণে অকালে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা হয়।
আর এই সব সমস্যার সমাধান কিন্তু রয়েছে পেঁয়াজের তেলে।
পেঁয়াজের তেল চুল পড়া রুখতে এবং নতুন চুল গজাতেও বিশেষভাবে সাহায্য করে।
চুল পড়া রুখতে কেন কার্যকরী পেঁয়াজ তেল
- পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিকে তরান্বিত করতে সাহায্য করে।
- পেঁয়াজের তেলে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা চুলকে মাঝখান থেকে ভেঙে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পাশাপাশি চুলের ফলিকলের মাত্রা মান উন্নত করে।
- এই তেল মাথার স্ক্যাল্পে পিএইচ-এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
- পেঁয়াজের তেল যদি নিয়মিত মাথার সামনের অংশে লাগানো যায় তাহলে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে।
- শুধু তাই নয়, পেঁয়াজের তেল চুলের আগা ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
- পেঁয়াজের তেল খুবই প্রাকৃতিক। আর এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই যেকেউ এই তেল ব্যবহার করতে পারে।
বাড়িতে কীভাবে পেঁয়াজ তেল বানাবেন
উপকরণ
- মাঝারি মাপের তিনটি পেঁয়াজ
- নারকেল তেল (এক কাপ)
- কালো জিরে
- কারি পাতা
প্রণালী
- প্রথমে মাঝারি মাপের তিনটি পেঁয়াজ মিহি করে বেটে নিন বা কুচিও করে নিতে পারেন, তবে বেটে নিলে এর নির্যাসের বেশির ভাগটাই বেরিয়ে আসবে, এতে করে তেল তৈরি করতে সুবিধা হবে।
- এরপর একটি পাত্রে এক কাপ মতো নারকেল তেল ফুটতে দিন। গ্যাসের আঁচ একদম কম রাখবেন।
- তেল খানিকটা গরম হয়ে উঠলে এবার তাতে পেঁয়াজ বাটা বা পেঁয়াজের কুচিগুলি দিয়ে দিন।
- এরপর তাতে সামান্য পরিমাণ কালো জিরে এবং কারি পাতা মিশিয়ে দিন। কারি পাতা এই পেঁয়াজ তেলের একটা আলাদা ফ্লেভার যোগ করে। যা এতে একদিকে যেমন একটা আলাদা সুগন্ধ যোগ করে তেমনই কারি পাতা এবং কালো জিরে দুইই কিন্তু চুলের পক্ষে খুবই ভালো।
- এবার গোটা মিশ্রণটি আধ ঘণ্টা থেকে ৪০ মিনিট পর্যন্ত অল্প আঁচে ফুটতে দিন। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ বাদামী রঙ হচ্ছে ফোটাতে থাকুন।
- এরপর পেঁয়াজে বাদামী রঙ ধরলে মিশ্রণটি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিন প্রায় দুই ঘণ্টা পর্যন্ত।
- এরপর একটি ছাকনি দিয়ে কালো জিরে, কারি পাতা এবং পেঁয়াজের অতিরিক্ত ছিবড়ে ছেঁকে ফেলে দিন।
- এবার ঠান্ডা মিশ্রণটি একটি বোতলে ঢেলে নিন। খুব ভালো হয় যদি মিশ্রণটি একটি ফ্লিপটপ বোতলে রাখেন, তাহলে তেল ব্যবহার করতে সুবিধা হবে। আরও ভালো যদি এই তেল কাঁচের বোতলে সংরক্ষণ করা যায়।
ব্যবহারবিধি
- এরপর সাধারণ তেলের মতোই হাতের তালুতে খানকটা পেঁয়াজের তেল নিয়ে আঙুলের ডগায় করে আলতো ভাবে সারা স্ক্যাল্পে লাগিয়ে নিন।
- এইভাবে স্ক্যাল্পে ১৫ থেকে ২০ মিনিট ভালো করে মাসাজ করুন।
- তারপর সারা চুলে এই তেল লাগিয়ে নিন।
- এরপর ২ থেকে তিন ঘণ্টা পর্যন্ত তেলটি আপনার মাথায় বসতে দিন।
- কয়েক ঘণ্টা পরে কেমিকেল বিহিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে ভালো করে চুল ধুয়ে নিন।
- ভালো ফল পেতে এই তেল সপ্তাহে তিন দিন করে ব্যবহার করুন।
যে পরিমাণ উপকরণে তেলটি তৈরি করা হয়েছে, তাতে এই তেল এক থেকে দেড় সপ্তাহ চলবে।
সাধারণ তাপমাত্রাতেই এই তেল সংরক্ষণ করতে পারেন।
তবে দেড় থেকে দুই সপ্তাহের বেশি এই তেল সংরক্ষণ না করাই ভালো।