Search
Close this search box.

ঘরে বসেই হোয়াইট হেডস থেকে মুক্তি

আজকের লেখাটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই কিছু ঘরোয়া

পদ্ধতির সাহায্যে ব্যথা না পেয়ে আপনি হোয়াইট হেডস বিহীন ত্বক পেতে পারেন।

স্কিন পোরগুলি ধুলোবালি, মৃত কোষ ও সেবাম দ্বারা বন্ধ হয়ে যাওয়া হোয়াইটহেডস হওয়ার মূল কারণ।

এগুলি সাধারণত নাকের দুপাশে, থুতনিতে, কপালে হয়ে থাকে।

হট স্টিম

গরম পানিতে একটি নরম ও পরিষ্কার টাওয়েল ভিজিয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

এবার ওই টাওয়েল আপনার মুখের ওপর রেখে দিন ৫ থেকে ৭ মিনিট।

এতে আপনার স্কিন পোরগুলি নরম হয়ে খুলে যায়।

এবার একটি নরম টাওয়েল দিয়ে মুখ ভালো করে মুছে নিন বিশেষ করে যে অংশগুলিতে হোয়াইটহেডস আছে।

এভাবে ৩ থেকে ৪ বার আপনার মুখ পরিষ্কার করে নিন।

প্রতি সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি অনুসরণ করলেই আপনি হোয়াইটহেডস মুক্ত ত্বক পেয়ে যাবেন।

শুগার স্ক্রাব

১ চামচ চিনি, ১ চামচ মধু, ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে আপনার মুখে বিশেষ করে নাকের দুপাশে, কপালে ও থুতনিতে আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে হালকা করে ঘষে নিন।

চার থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানিতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে আপনার মুখ মুছে নিন।

এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই স্ক্রাব আপনি প্রতি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।

রাইস পাউডার পেস্ট

আপনি যে চাল ব্যবহার করেন খাওয়ার জন্য সেটি খুব ভালো করে বেটে পাউডার বানিয়ে সেটি ব্যবহার করতে পারেন।

১ চামচ রাইস পাউডার, ১ চামচ মধু মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন।

আপনার কপালে, নাকের ওপরে ও দুপাশে এবং থুতনিতে ভালো করে পেস্টটি লাগিয়ে নিন।

২০ থেকে ২৫ মিনিট পর অল্প পানি হাতে নিয়ে হালকা করে ঘষে নিন এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।