Search
Close this search box.

ঘরোয়া পদ্ধতিতে ব্রণ দূর করার উপায়

সকাল শুরু করার সেরা উপায় হলো এক পেয়ালা কড়া কফি আর সুন্দর পোশাক৷

কিন্তু এ দুটো ব্যাপার ঠিকঠাক সামলে নেওয়ার পর যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে পড়ে আপনার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে

একটা লাল টকটকে, রাগী ব্রণ, সমস্ত ভালো লাগাটুকু ফুসমন্তরে মিলিয়ে যায়।

সে সময় ঠিক কেমন লাগে তা আমরা জানি, আর আপনাদের জন্য হাজির করছি কয়েকটা সহজ অথচ দারুণ কার্যকর ঘরোয়া পদ্ধতি, যা ব্রণ সারাবে চটজলদি!

অ্যালোভেরা আর রসুন

দুই কোয়া রসুন খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন। তাতে এক চাচামচ টাটকা অ্যালো ভেরার শাঁস দিয়ে ভালো করে মেশান।

মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে মিনিট কুড়ি অপেক্ষা করুন| তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। যতদিন ব্রণ নির্মূল না হচ্ছে, দিনে একবার মিশ্রণটি ব্যবহার করুন।

রসুনে আছে অ্যালিসিন নামের একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। অ্যালোভেরার অ্যান্টিঅক্সিড্যান্টের সঙ্গে মিশে কাজ করে ব্রণ শুকিয়ে তোলে।

পাকা কলার খোসা

কলা খেয়ে খোসাটা ফেলে দেবেন না। কলায় যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন আর খনিজ পদার্থ থাকে তার অনেকটা থাকে খোসাতে।

পাকা কলার খোসা এক টুকরো কেটে নিন। ভিতরের সাদা অংশ ব্রণর উপরে লাগিয়ে মিনিট দশেক ঘষুন, তারপর মুখ ধুয়ে ফেলুন।

দিনে দুই বার দিন দুয়েক করলেই শুকিয়ে যাবে ব্রণ।

দারচিনি আর মধু

পরিচিত মশলা দারচিনি মধুর সঙ্গে মিলেমিশে এবার নিরাপদে সারিয়ে তুলবে ব্রণ। আধ চাচামচ দারচিনি বাটার সঙ্গে দু চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

তারপর ব্রণর উপর লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। একটু চিনচিন করতে পারে জায়গাটা, চিন্তা করবেন না। আধঘণ্টা পর ঈষদুষ্ণ জলে জায়গাটি ধুয়ে ফেলুন।

প্রতিদিন একবার লাগালে ব্রণ দ্রুত শুকিয়ে যাবে।

বরফ ব্যবহার করুন

রাগী, লাল, ফুলে থাকা ব্রণর হাত থেকে রেহাই পাওয়ার সহজ পথ বরফ। পরিষ্কার কাপড়ে মুড়ে এক টুকরো বরফ মিনিট তিনেকের জন্য লাগিয়ে রাখুন ব্রণর উপরে।

বরফের তাপমাত্রা ত্বকের নিচের রক্তনালীগুলিকে সঙ্কুচিত করে,ফোলাভাবও কমিয়ে দেয়। দিনে দু’ বার বরফের টুকরো ব্যবহার করলেই উপকার পাবেন।

বেকিং সোডার বিকল্প নেই

পুঁজভরা পেকে ওঠা ব্রণ থেকে মুক্তি খুঁজছেন? ভরসা রাখুন বেকিং সোডায়। বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে পাতলা লেই করে ব্রণর উপর মিনিট দশেক রাখুন।

তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর এই পদ্ধতি অনুসরণ করলেই ব্রণর হাত থেকে মুক্তি মিলবে। ব্রণয় ব্যথা হলে বা চুলকোলে কমে যাবে তাও!