Search
Close this search box.

ব্রণের দাগ দূর করার অর্গানিক উপায়

মুখে ব্রণের সমস্যায় ভোগেন অনেকেই।

ব্রণ ভালো হওয়ার পরও অনেকের মুখে দাগ থেকে যায়, যা চেহারার সৌন্দর্য নষ্ট করে। 

এ নিয়ে চিন্তার কিছু নেই।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন ব্রণের দাগ। 

অ্যালোভেরা

শুধু অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের জেদি দাগ দূর করতে পারবেন সহজেই।

দাগ দূর করার জন্য প্রথম দুই বা তিনমাস প্রতিদিন দুইবার করে জেল মুখে লাগাবেন।

সকালে ও রাতে জেল মুখে লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন।

আস্তে আস্তে দাগ চলে যাবে।

এরপরে যদি জেল লাগাতে চান তাহলে প্রতিদিন শুধু একবার লাগালেই হবে।

বেকিং সোডা

প্রাকৃতিক ব্লিচের আরেকটি চমৎকার উদাহরণ হচ্ছে বেকিং সোডা।

বেকিং সোডা ব্যবহারের সময় অবশ্যই চোখ বাঁচিয়ে ব্যবহার করবেন।

আর সোডা মুখে ব্যবহারের পর ময়েশ্চারাইজিং ক্রিম বা অলিভ অয়েল লাগাতে ভুলবেন না যেন।

২ টেবিল চামচ বেকিং সোডার সাথে অল্প একটু পানি মিশিয়ে দাগের জায়গায় ২-৩ মিনিট লাগিয়ে রাখুন, এরপরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

বেকিং সোডার এই চটজলদি টোটকা সপ্তাহে দুইদিন ব্যবহার করবেন।

তুলসি

আয়ুর্বেদিক গুণ সমৃদ্ধ তুলসি গাছ ত্বকের যত্নে অপরিসীম। আর ব্যাপারটা যদি হয় ব্রণের দাগ সারানোর, তাহলে তো কথাই নেই।

শুধু তুলসির রস দাগের জায়গায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন৷ রস শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আলু

চাইলে আলুর ছোট ছোট স্লাইস ব্রণের দাগের উপর ব্যবহার করতে পারেন বা ছেঁচে রস করেও লাগাতে পারবেন।

আলুর রস প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একবার ব্যবহার করবেন।

এভাবে ব্যবহারে ব্রণের দাগ যেতে একটু সময় লাগতে পারে।

আলুকে স্লাইস করলে সরাসরি দাগের উপর লাগিয়ে রাখবেন।

আর রস করলে ত্বকে মাসাজ করবেন, ১৫ মিনিট অপেক্ষা করার পরে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলবেন।

পুদিনা

পুদিনার রস অতিরিক্ত গরমে ব্রণ, ব্রণের দাগ, ফুসকুড়ি দূর করতে সাহায্য করে।

টাটকা পুদিনা বাটা বেটে রস বের করে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন ও ধুয়ে ফেলুন।