ভালোবাসার সপ্তাহ শুরু হয় ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে।
সেই ধারাবাহিকতায় ভ্যালেন্টাইন উইক এর পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি হলো প্রমিজ ডে।
ভালোবাসায় কোনও শর্ত হয় না। একদম ঠিক। তবে এও সত্যি যে ভালোবাসার সব অনুভূতি ভাষায় প্রকাশ করা সব সময়ে সম্ভবও হয় না।
কিন্তু জানেন তো, যে কোনও সম্পর্কে ওই ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাই বদলে দেয় সঙ্গীর সঙ্গে সমীকরণ।
আপনি আপনার সঙ্গীকে এই বিশেষ দিনে কী প্রতিশ্রুতি দেবেন, তা একান্তই আপনার ব্যক্তিগত নিশ্চয়ই।
তবে মাঝেমধ্যে আমরা আবেগে এতটাই ভেসে যাই, যে ভাষায় সেই আবেগ প্রকাশ করাটা সমস্যার হয়ে দাঁড়ায়।
তাই আপনাদের সামান্য সাহায্যের জন্যে রইলো এই দিনটির বিশেষ কিছু পরামর্শ।
সম্পর্কে সততা বজায় রাখুন
সারা জীবন সঙ্গীর প্রতি সৎ এবং অনুগত থাকার প্রতিশ্রুতি দিন। প্রতিজ্ঞা করুন, জীবনের যে কোনও পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবেন।
স্বচ্ছতা যেন থাকে
কথা দিন কোনও দিন একে অপরের থেকে কিছু লুকিয়ে রাখবেন না। সম্পর্কে বজায় রাখুন স্বচ্ছতা।
অহংকার কিংবা ইগো থেকে দূরে থাকুন
নিজেদের মধ্যে কখনও ইগো আসতে দিবেন না। কোনও কিছুর আশায় নয়, শুধু ভালোবাসার জন্যেই ভালোবাসবেন।
একে অপরকে সম্মান করুন
একে অপরকে এবং দু’জনের পরিবারকে সম্মান করবেন সবসময়, এই প্রতিশ্রুতি দিন।
উত্সাহ দিন
একে অপরকে জীবনে চলার পথে সব সময়ে উত্সাহ দিবেন। কথা দিন।
ভরসা রাখুন
যেকোনো পরিস্থিতিতে একে অপরের প্রতি ভরসা বজায় রাখবেন এই প্রমিজ করুন।
ভালোবাসায় মিথ্যার ছোঁয়া রাখতে নেই। একটা সুন্দর–সুস্থ সম্পর্কের জন্য পারস্পরিক শ্রদ্ধা-বিশ্বাস-আস্থা খুব-ই জরুরি বিষয়।
মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলেন অনেকেই। কথায কাজে প্রমাণ মিলে কজনার? এই কথা কাজে এক হওয়াটাই সফল কাপল হওয়ার অন্যতম উপায়।