ফেব্রুয়ারি ভালোবাসার মাস। আকাশে-বাতাসে বসন্তের লুকোচুরি।
‘রোজ ডে’-তে প্রিয়জনের হাতে গোলাপ তুলে দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ।
এই ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রোপোজ ডে। নিজের মনের কথা জানানোর দিন।
এই দিনে, যুগলরা একে অপরকে নিজের মনের কথা জানান, ভাগাভাগি করে নেন নিজেদের অনুভূতির কথা।
আপনি নিশ্চয়ই আপনার সেই বিশেষ মানুষটিকে ভালোবাসেন ভীষণ। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না কিছুতেই।
আপনি একা নন, এমন অনেকেই আছেন আপনার দলে।
যাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আপনাদের সবার জন্য আজকের দিন।
ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়ে ভালোবাসা উদযাপন করার এইতো সময়।
তবে কেন এই প্রোপোজ ডে?
এই বিশেষ দিনেই মনের কোনে লুকিয়ে থাকা প্রেম ভালোবাসার মানুষটির কাছে উজাড় করে দেওয়ার দিন।
নানা দিক দিয়ে ৮ ফেব্রুয়ারি দিনটি খুবই শুভ বলে মানা হয়। যে কোন সুউদ্দেশ্য এ দিন নাকি সফল হবেই। সে কারণেই বিশ্বব্যাপী এই দিনটিকে প্রোপোজ ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্দ্বিধায় মনের মানুষটিকে আপনার ভালোবাসার কথা জানান। ইতিবাচক উত্তর আসার সম্ভাবনাই বেশি থাকে।
কাউকে মন উজাড় করে ভালোবাসলেও তা যদি প্রকাশ না করে থাকেন, তাহলে আর দেরি করবেন না। শুভস্য শীঘ্রম।
প্রোপোজ ডে-তেই সেই শুভকাজটি সেরে ফেলুন। আর যদি ইতোমধ্যেই সেই কাজ সারা হয়ে গিয়ে থাকে, তাহলে এই দিনে করুন প্রোপোজের দিনটির উদযাপন।