কিছু চটজলদি হেয়ার কেয়ার টিপস আপনাদের বলা যাক। চুল লম্বা ও মজবুত করার জন্য সহজ এই টিপসগুলো। আপনাদের সাথে তা শেয়ার করছি।
স্টেপ বাই স্টেপ কীভাবে এই টিপস ফলো করবেন তা নীচে বিস্তারিত লিখলাম।
সময় ও যত্ন
চুল লম্বা করতে সঠিক ভাবে যত্ন ও সময় লাগে।
রাতারাতি চুল লম্বা হওয়া বাস্তবে সম্ভব নয়।
তাই ধৈর্য ধরে এক থেকে দু মাস ব্যবহার করুন আজকের টিপস।
ভালো ফল পাবেন। আমি না স্বয়ং হেয়ার এক্সপার্টরা বলছেন।
চুল লম্বা করার ঘরোয়া হেয়ার প্যাক
চুল লম্বা করার চেষ্টায় যারা রয়েছেন তারা অবশ্যই আজকের টিপসটি ব্যবহার করুন।
খুব সহজ ও কম খরচের ঘরোয়া উপায়। নিয়মিত করতেও পারবেন। বেশি সময় সাপেক্ষ নয়।
হেয়ার প্যাকের সামগ্রী
পুদিনা পাতার পেস্ট হাফ বাটি
নারকেল তেল ৫ চা চামচ
যেভাবেভাবে অ্যাপ্লাই করবেন
একটি বাটিতে পুদিনা পাতার পেস্ট ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন প্রথমে।
এবারে একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগান ভালো করে।
মাথার স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে চুলে লাগিয়ে নিন।
অপেক্ষা করুন মাত্র ১৫ থেকে ২০ মিনিট। চাইলে ৩০ মিনিট অব্ধি রাখতে পারেন।
কিন্তু পুদিনা পাতা মাথায় বেশিক্ষণ রাখলে অনেকের ঠাণ্ডা লাগার সম্ভাবনা থেকে যায়।
তাই ২০ মিনিট পর নর্মাল যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন তা দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিন।
সপ্তাহে ৩ থেকে ৪ বার এটি ব্যবহার করতে পারেন। বা যেদিন শ্যাম্পু করবেন ভাবছেন সেদিনও এই হেয়ার প্যাক লাগাতে পারেন।
একমাস থেকে দুমাস করুন। ফলাফল নিজেই বুঝতে পারবেন। চুলের জেল্লা বেড়ে গিয়েছে, চুল আরও মজবুত হয়েছে।
আর বৃদ্ধি তো চোখে পরার মত হয়েছে!
কী, এতক্ষণ উপরে যা পড়লেন তা বিশ্বাস হচ্ছে না! যে এত সহজেও চুলের বৃদ্ধি হতে পারে?
ট্রাই করেঈ দেখুন না।