চুল লালচে হবার ক্ষেত্রে প্রধান শত্রু হল সূর্যরশ্মি।
চুলে খুব রোদ লাগলে তা লালচে হয়ে যায়।
এছাড়াও চুলে নানারকম প্রসাধনী, বিশেষত হেয়ার ডাই এর খুব বেশি ব্যবহার, বা চুলে বিভিন্ন স্টাইল করার সময় বেশী তাপ চুলকে লাল করে দেয়।
এগুলির ফলে স্ক্যাল্পের কোলাজেন নামক টিস্যু নষ্ট হয়ে যায়।
তার ফলেই মূলত চুলের স্বাভাবিক কালো রঙ নষ্ট হয়ে লালচে হয়ে যায়।
আসুন জেনে নেই লালচে চুল কালো করার কিছু অর্গানিক উপায়।
১. ডিম, দই আর ভিটামিন ই ক্যাপসুলের প্যাক
অনেক সময় চুল খুব বেশী ড্যামেজ হয়ে গেলে, পুষ্টির অভাবে কোলাজেন টিস্যু নষ্ট হয়ে যায়।
তার ফলে চুল লালচে হয়ে যায়।
তাই চুলের পুষ্টির জন্য ব্যবহার করুন এই প্যাক।
ডিম ১ টা, হাফ কাপ দই, ২টা ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল ২ চামচ নিন।
উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিন।
তারপর এই ঘন পেস্টটি প্রথমে মাথার স্ক্যাল্পে লাগান।
তারপর পুরো চুলে লাগান।
আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
মাইলড শ্যাম্পু হলে ভালো হয়। সপ্তাহে একদিন করুন।
২. আমলকীর পানি
চুলের বিভিন্ন সমস্যায় আমলকীর উপকারিতা বলার অপেক্ষা রাখে না।
আর এই সমস্যার ক্ষেত্রেও যে আমলকী ম্যাজিকের মত কাজ করবে এটা নিশ্চিত।
হাফ বালতি পানিতে আমলকী পাউডার মিশিয়ে নিন। এবার এতে লেবুর রস দিন।
কাঁচা আমলকীর রস করেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে এটা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এটা রোজ করতে পারলে খুব ভালো। তাড়াতাড়ি কাজ হবে।
না হলে সপ্তাহে চারদিন অন্তত করুন।
৩. মেথি আর আমলকীর প্যাক
লালচে চুল কালো করতে আমলকীর উপকারিতা আগেও বলেছি।
আর এর সঙ্গে মেথি যোগ হলে কাজ হয় আরও ভালো।
মেথিতে আছে অ্যামাইনো অ্যাসিড এবং লিকিথিন নামক উপাদান।
যা লালচে চুল কালো করার ওষুধ। মেথি ভিজিয়ে রাখতে হবে।
এরপর মেথি নরম হলে বাটুন। তার সাথে যোগ করুন আমলকী। এছাড়াও দুটোরই এখন পাউডার পাওয়া যায়।
দুটি পাউডার দু’চামচ করে নিয়েও ব্যবহার করতে পারেন। এটা পুরো চুলে ভালো করে লাগান।
আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
প্রতি সপ্তাহে ছুটির দিনটি এটি করে ফেলুন।
৪. পেঁয়াজের রস
পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার।
সালফার কোলাজেন নামক টিস্যুর উন্নতি ঘটায়। তার ফলে চুল কালো হয়।
প্রথমে পেঁয়াজ ব্লেণ্ড করে নিন। তারপর এই পেঁয়াজ বাটাটা একটা সুতির কাপড়ে মুড়ে রস বার করুন। এবার এই রস স্ক্যাল্পে লাগান।
২০ মিনিট মত রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।
পেঁয়াজের রস চুলও কালো করবে তার সাথে নতুন চুল গজাতেও বেশ সাহায্য করবে।