Search
Close this search box.

রূপচর্চায় চালের গুঁড়ো দিয়ে বানানো ফেস প্যাক

অনেক দিন হল ফেস প্যাক সব শেষ হয়ে গেছে। আপনি ভাবছেন এবার কী করবেন!

আপনার ঘরে চালের গুঁড়ো নিশ্চয়ই আছে। এবার তাহলে সেই চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিন সুন্দর ফেস প্যাক আর দেখুন ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চার আসল জাদু।

কেন চালের গুঁড়ো ভালো?

চালের গুঁড়ো ব্যবহার করার আগে জেনে নেওয়া দরকার চালের গুঁড়ো ঠিক কেন আপনার ত্বকের জন্য উপকারী- চালের গুঁড়োয় আছে ভিটামিন বি যা ত্বকে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে আর আপনার ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়।

এছাড়াও চালের গুঁড়োয় আছে টাইরোসিনান নামের উপাদান যা ত্বকের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।

চালের গুঁড়ো ত্বকের কোলাজিন উৎপাদন বাড়ায় আর ত্বক ঝুলে যাওয়া বন্ধ করে। চালের গুঁড়ো আপনার ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে।

ট্যান সারাতে চালের গুঁড়ো

আমাদের গরমের দেশে রোদ তো খানিক থাকবেই আর এই সামান্য রোদই আপনার ত্বকে ট্যান ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। চালের গুঁড়োয় আছে অ্যালানটয়েন নামক উপাদান যা এই রোদের দাগ দূর করে।

তাই ট্যান যা পড়েছে তা সরানোর জন্য এবং আর যাতে ট্যান না পড়ে তার জন্য চালের গুঁড়োর এই প্যাক ব্যবহার করুন।

উপকরণঃ

  • ৫ চা চামচ চালের গুঁড়ো
  • ৩ চা চামচ কাঁচা দুধ
  • ২ চা চামচ মধু

পদ্ধতিঃ

আগে মুখ ভালো করে ধুয়ে নিন। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মেখে রাখুন। প্রায় ২০ মিনিট মতো রাখতে হবে।

তারপর ঠাণ্ডা জল বা চাইলে হাল্কা গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। এটি সপ্তাহে দু’দিন অন্তত করবেন।

উজ্জ্বলতা ফিরে পেতে

উজ্জ্বল গায়ের রঙ আমরা সবাই চাই, সে আমরা ফর্সা হই বা শ্যাম বর্ণ। কিন্তু বাইরের জিনিস ব্যবহার করার সাইড এফেক্ট অনেক।

কিন্তু এই প্যাকটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। উজ্জ্বলতা কয়েক দিনের মধ্যেই ফিরে পাবেন।

উপকরণঃ

  • ৩ টেবিল চামচ চালের গুঁড়ো
  • ২ চামচ বেসন
  • ২ চামচ মধু

পদ্ধতিঃ

তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর এই প্যাকটি মুখে ঘন করে লাগান আর ৩০ মিনিট মতো রেখে দিন।

তারপর একটু গরম জল দিয়ে মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। কয়েক সপ্তাহেই এটি আপনার ত্বকে উজ্জলতা ফিরিয়ে আনবে।

ত্বকের তেলতেলে ভাব দূর করতে

এই গরমে খুব ঘামের ফলে আমাদের সবারই মুখ কম-বেশি তেলতেলে হয়েছে। যাদের এমনিতেই অয়েলি স্কিন তাদের তো কথাই নেই, যাদের সাধারণ স্কিন তাদেরও অবস্থা খারাপ হয়ে যায়।

এই সময়ে আবার খানিক ফুসকুড়ি ধরণের জিনিসও হয় ওই তেলের জন্য। এই সব রক্ষা পেতে হাত ধরুন চালের গুঁড়োর। চালের গুঁড়ো অতিরিক্ত সেবাম নিঃসরণ বন্ধ করে।

উপকরণঃ

  • ২ চামচ চালের গুঁড়ো
  • ১ চামচ মুলতানি মাটি
  • একটি টম্যাটো

পদ্ধতিঃ

প্রথমে একটি টম্যাটো নিয়ে সেটি মিক্সিতে পিষে নিন। তারপর এই রসের সঙ্গে চালের গুঁড়ো আর মুলতানি মাটি মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।

তারপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট মতো রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য। এবার ঠাণ্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

দেখবেন সপ্তাহে তিন দিন করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি ফল পেতে শুরু করবেন।

দাগ ছোপ কমাতে

মুখে ব্রণর দাগ রয়ে গেছে? বা কালো কালো দাগ হয়ে আছে? অনেক কিছু ব্যবহার করেও নিশ্চয়ই ফল পাননি।

এবার চালের গুঁড়োর এই প্যাক ব্যবহার করেই দেখুন। কয়েক সপ্তাহে দাগ হাল্কা হয়ে আসবে।

উপকরণঃ

  • ৩ টেবিল চামচ চালের গুঁড়ো
  • ২ চা চামচ হলুদ গুঁড়ো
  • কয়েক ফোঁটা লেবুর রস

পদ্ধতিঃ

তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকনোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন করলেই হবে।

মরা চামড়া দূর করতে

মুখে আপনার ত্বকে যদি মরা চামড়া থেকে থাকে তাহলে যতই কিছু ব্যবহার করুন না কেন, কিছুই ফল দেবে না। তাই আগে মরা চামড়া ত্বকের উপর থেকে সরাতে হবে, অর্থাৎ স্কিন এক্সফলিয়েট করতে হবে।

উপকরণঃ

  • ১ চামচ চালের গুঁড়ো
  • ৩ চামচ অ্যালোভেরার রস

পদ্ধতিঃ

অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে তার পাতা নিয়ে সেখান থেকে রস বের করে নিন। না থাকলে কোনও ভালো অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এর সঙ্গে মিশিয়ে নিন চালের গুঁড়ো আর একটি ঘন পেস্ট তৈরি করুন। ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর হাল্কা হাতে ম্যাসাজ করে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করতে পারেন। আর এটি ব্যবহার করার পর সঙ্গে সঙ্গেই মুখ খুব পরিষ্কার লাগবে।

এবার আশা করি আর ফেস প্যাক নিয়ে কোনও সমস্যা নেই। আর যা যা উপকরণ বললাম সবই ঘরে থাকার কথা। তাহলে চটপট ব্যবহার করে ফেলুন।