Search
Close this search box.

ফেসপ্যাক দিয়ে স্কিন এক্সফোলিয়েট করে গ্লো বাড়ান

যখনই আপনার মনে হয় আপনার স্কিনের একটা রিফ্রেশমেন্ট দরকার, খুব ভাল করে স্কিন এক্সফোলিয়েট করা দরকার, তখনই আপনি চলে যান বিউটি পার্লারে।

কিন্তু আপনি যে জিনিস ঘরে বসেই করতে পারেন, সেই জিনিসের জন্য শুধু শুধু কেন বিউটি পার্লারে গিয়ে টাকা খরচ করবেন বলুন তো!

ঘরে বসেই আজ বানিয়ে নিন রাইস ফেস প্যাক। সঙ্গে লাগবে সামান্য কিছু ঘরোয়া জিনিস। ব্যবহার করলেই হবে ম্যাজিক।

উপকরণ

  1. চাল
  2. লেবুর রস
  3. মধু
  4. গ্রিন টি

পদ্ধতি

এবার ধাপে ধাপে দেখে নিন কীভাবে এই রাইস প্যাক তৈরি করা যায়।

১ম ধাপ

প্রথমে চাল গুঁড়ো করে নিন। সাধারণ বাড়ির যে চাল সেই চালই ব্যবহার করুন। শুকনো চাল নিন, ধুয়ে নেবেন না।

খুব গুঁড়ো করে নেবেন না। এতে স্কিন ভাল করে পরিষ্কার হবে না। একটু মোটা মোটা দানা যেন থাকে।

আমাদের এশিয়ায় চাল দিয়ে রূপচর্চার প্রচলন আছেই। চালের গুঁড়ো স্কিন নরম রাখে, ময়েশ্চার যোগ করে।

আলাদা একটা জেল্লা আনে। জাপানে বা কোরিয়ায় রাইস ওয়াটার দিয়ে রুপচর্চার খুব প্রচলন। আপনিও একবার সেটি করে দেখুন।

২য় ধাপ

এবার এই চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিন লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি, যা আমাদের স্কিনে আনে উজ্জ্বলতা আর স্কিন টোন সমান করে।

লেবুর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনের ফ্রি র‍্যাডিকেল দূর করে, স্কিনের কোলাজেন তৈরি হতে সাহায্য করে।

৩য় ধাপ

এবার যোগ করুন মধু। আমাদের স্কিনের জন্য মধু কত উপকারী সেটা আর নতুন করে তো বলার কিছুই নেই।

মধু ব্যাকটেরিয়াল গ্রোথ হতে দেয় না। এটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। মধু নিয়মিত ব্যবহার করলে ইনফেকশন কম হয়।

এর পাশাপাশি মধু স্কিনকে কোমল তো রাখেই, জেল্লাও বাড়ায়।

৪র্থ ধাপ

এবার যোগ করে নিন গ্রিন টি। গ্রিন টি ব্যাগ আগে জলে ভিজিয়ে নিন। গরম জলে ভেজাতে পারেন, ঠাণ্ডা জলে ভেজালেও হবে।

এবার এই জল দিয়ে দিন ওই মিশ্রণে। চাইলে গ্রিন টি’র পাতাও দিতে পারেন। গ্রিন টি আমাদের স্কিনের জন্য খুব ভাল।

গ্রিন টি ভিতর থেকে স্কিন পরিষ্কার করে। নিয়ম করে গ্রিন টি স্কিনের জন্য ব্যবহার করলে সবসময়ে স্কিনের মধ্যে একটা ফ্রেস ভাব বজায় থাকে।

এবার ভাল করে প্যাক তৈরি করে নিন। প্যাক খুব ভারী বা খুব পাতলা হবে না।

৫ম ধাপ

এবার স্কিনে ব্যবহার করার পালা। সবার আগে স্কিন ভাল করে পরিষ্কার করে নিন। তারপর অল্প মুখ ভিজে ভিজে রাখুন।

মুখে, স্কিনে এই প্যাক মেখে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হাতে অল্প জল নিয়ে নিয়ে হাল্কা হাতে এই প্যাক ঘষুন।

এতে খুব সুন্দর স্কিন পরিষ্কার হবে। প্রায় ১০ মিনিট এটি করুন। তারপর মুখ পরিষ্কার করে নিন।

দেখবেন সঙ্গে সঙ্গেই একটা সুন্দর নরম, উজ্জ্বল আর ফ্রেস ভাব দেখতে পাচ্ছেন। সপ্তাহে দুই দিন করলেই খুব ভাল স্কিন এক্সফৈলিয়েট করবে।

এবার থেকে আর তাহলে পার্লার নয়। ঘরে বসেই নিয়ম করে রাইস ফেস প্যাক দিয়ে করুন স্কিন এক্সফোলিয়েট আর হয়ে উঠুন লাস্যময়ী।