Search
Close this search box.

ত্বকের যত্নে ভাতের মাড়

ভাত ও মাড় দিয়েও করা যায় রূপচর্চা।

ত্বকের যত্নে ভাত ও মাড়ের উপকারিতা অনেক।

১. ভাতের প্যাক ত্বকের বয়স কম দেখাতে

প্রথমে ৩ থেকে ৪ চামচ ভাত গরম অবস্থায় ভালো করে চটকে নিন।

এরপর এতে দেড় চামচ মধু ও ২ চামচ দুধ দিন।

দুধ একটু গরম হলে ভালো হয়। সবকটি ভালো করে মেশান।

মুখ ধুয়ে নিন। এবার এই ঘন প্যাকটি মুখে, গলায় লাগান।

শুকিয়ে এলে পানি দিয়ে বা ভাতের মাড় দিয়ে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে একবার করলেই এটি যথেষ্ট।

ভাতে থাকে লিনোলিক অ্যাসিড এবং ভিটামিন ই যা ত্বকের বলিরেখাকে দূরে সরিয়ে ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের গ্লো বাড়াতেও সাহায্য করে।

২. ভাতের মাড় ত্বক টানটান করতে

ঘন ভাতের মাড় ভালোভাবে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করতে হবে।

এখন নরম তুলায় বেশি করে নিয়ে মুখে ৫ মিনিট মালিশ করতে হবে।

এরপর শুকনা শিট মাস্ক মাড়ের ওপর দিয়ে মুখে বসিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর আস্তে আস্তে টেনে তুলতে হবে।

এতে ত্বক টানটান থাকে।

এ ছাড়া ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়া, ছোপ ছোপ দাগ, মেছতা, ত্বকের রুক্ষতা কমে।

৩. ঘন মাড় ত্বকের দাগ সারাতে

মাড় ছেঁকে জ্বাল দিয়ে ঘন করে প্যাক হিসেবে মুখে ব্যবহারে ব্রণের সমস্যা কমবে।

এতে কয়েক ফোঁটা লেবুর রস দিলে দাগ কমবে।

ঘন মাড় তুলা দিয়ে চোখের নিচে মালিশ করে টিস্যু দিয়ে রেখে দিতে হবে শুকানো পর্যন্ত।

এতে বলিরেখা ও চোখের কালো দাগ কমে।