আজকাল আমরা ত্বকের যত্ন নিতে অনেক কিছু করি।
কেউ ঘরোয়া নানা উপায় ট্রাই করি কেউ বা পার্লারে যাই। তবে সব সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না।
বিশেষ করে গরমকালে যেকোনো ফেসিয়াল করলেই হয় না! ত্বকের চাই সঠিক যত্ন।
আমি আজ আপনাদের সাথে আমার একটা ঘরোয়া ফেসিয়াল টিপস শেয়ার করছি।
আমি নিজে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার কাজে আসে নাকি।
ছোট ছোট কয়েকটা স্টেপ প্রথমে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ফেসিয়ালটি করার ক্ষেত্রে।
খুবই সহজ। নিয়ম করে অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবেন।
প্রথম ধাপ
আমাদের মুখের উপর ময়লা ধুলো বালি জমে থাকে।
সব সময় মুখ ধুলেই তা যায় না। তাই ভালো করে আগে মুখ পরিষ্কার করে নিতে হবে।
প্রথমে আপনারা যে ফেস ওয়াস দিয়ে মুখ ক্লিন করেন তা দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।
এবার একটি কাঁচের বড় বাটিতে উষ্ণ গরমজল নিন।
এবার একটা পরিষ্কার টাওয়াল বা মুখ মোছার কাপড় নিয়ে এই জলে সেটি ভিজিয়ে নিন।
১ মিনিট মত ভিজিয়ে রেখে টাওয়াল বা কাপড়টির জল নিংড়ে নিয়ে, মুখে ছড়িয়ে রেখে গরম ভাব নিন।
২ থেকে ৩ বার এরকম করুন। তারপর মুখ মুছে নিন।
এতে আপনার মুখের সেসব ময়লা যা খোলা চোখে দেখা যায় না তা পরিষ্কার হয়ে যাবে।
দ্বিতীয় ধাপ
আমরা আজ যে ফেসিয়ালটি করবো তারজন্য মাত্র তিনটি জিনিসের প্রয়োজন হবে।
উপকরণ
- গোলাপফুলের পাপড়ির পেস্ট হাফ বাটি (অনলাইনে পাউডার পাওয়া যায় ব্যবহার করতে পারেন)
- টকদই হাফ বাটি (ঘরে পাতা টকদই হলে বেশি ভালো)
- মধু ২ চা চামচ মত
ফেসিয়াল করার পদ্ধতি
পরিষ্কার কাঁচের বাটিতে উপরে তিনটি উপকরণ মিশিয়ে নিন ভালো ভাবে। রেডি আপনার ফেসিয়ালের প্যাক।
এবার হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ভালো করে মুখে, গলায়, ঘাড়ে লাগান।
১০ মিনিট হালকা ভাবে হাত দিয়ে ম্যাসাজ করুন। ১ঘণ্টা মত প্যাকটি মুখে রেখে দিন।
প্যাক শুকিয়ে ফেলে হালকা গরমজলে তুলো ভিজিয়ে প্যাকটি তুলে নিন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
মুখ ধোয়ার পর যেকোনো ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।
সপ্তাহে তিনবার করে করুন আর দুসপ্তাহ পর নিজেই তফাৎ দেখুন।
বিশেষ দ্রষ্টব্য
যদি আপনাদের কোন রকমের স্কিন প্রবলেম থাকে, তাহলে প্যাকটি আগে হাতের তালুতে লাগিয়ে দেখে নিন।
কোন র্যাশ বেরোলে এটি ব্যবহার করবেন না।
আর এটি ব্যবহার করার পর চেষ্টা করবেন রোদে না বেরোবার সেদিনের জন্য।
তাই পারলে এটি রাতের বেলায় করুন।