Search
Close this search box.

নাক শার্প দেখানোর মেকআপ

প্রত্যেক মানুষের গড়ন আলাদা আলাদা। তাই শরীর থেকে নাকের শেপও আলদা।

প্রত্যেকে তাদের স্বাভাবিক গড়নে নিজের নিজের মত করে সুন্দর। তাও অনেকের নিজেকে নিয়ে একটা ‘কিন্তু’ থেকেই যায়।

বিশেষ করে যাদের নাকের শেপ একটু চাপা ধরণের তারা হয়তো ভাবেন যদি নাকটা একটু উঁচু হতো।

এমন কিছু মেকআপ টিপস রয়েছে যা কিছুটা হলেও চাপা নাককে উঁচু দেখাতে সাহায্য করবে।

খেয়াল রাখুন

সবার প্রথমে খেয়াল রাখবেন যে নাকের শেপ মেকাপের সাহায্যে বদল করতে প্রয়োজন ভালো কোয়ালিটির দুটি ফাউন্ডেশন। একটি হালকা রঙের, অন্যটি গাঢ় রঙের।

ফাউন্ডেশন লাগানোর সময় খেয়াল রাখবেন যে এক শেড গাড় রঙের ফাউন্ডেশান বা কন্সিলার আপনার স্কিনের টোন অনুযায়ী নিতে হবে।

এবার তা চোখের কোণ থেকে নাকের দুই পাশে লাগাতে হবে হালকা করে। নাকের উপরে (টি–জোন) হাল্কা রঙের ফাউন্ডেশন নাকের উপরে টি–জোনে লাগান এবার।

ফাউন্ডেশন কিংবা কনসিলার ভালভাবে ব্লেন্ড করে নিন। হালকা ব্রাশ দিয়ে স্কিনের সাথে ম্যাচ করে দিন।

যাতে মনে না হয় মেকাপ করা হয়েছে। এভাবে মেকআপ করলে নাক কিছুটা শার্প দেখাবে।

মেকআপের সময় এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন।

ফিনিশিং টাচ

সাধারণত যেভাবে আপনি মেকআপ করেন তা করে নিন প্রথমে।

তারপর স্কিন টোন অনুযায়ী অল্প ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে নাকের টি-জোনের দুই পাশে লাগান। এবার আঙুল দিয়ে প্রথমে তা মিশিয়ে দিন।

তারপর ব্রাশে হালকা ফেস পাউডার লাগিয়ে দুই সাইডে ভালো করে ব্রাশ করুন।

হয়ে গেলে নাকের উপরে হালকা ভ্যাসলিন লাগিয়ে দিন। এতে নাক চকচক করবে ও পারফেক্ট শেপ দেখাবে।

এক্ষেত্রে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যাবহার করবেন, যখন নাকের শেপ বানাবেন মেকআপের সাহায্যে।

আপনার স্কিন যদি খুব তেলতেলে বা অয়লি হয় তাহলে অবশ্যই টি–জোনে পাউডার লাগিয়ে নিন মেকাপের আগে।

কিন্তু খেয়াল রাখবেন পাউডার যেন বেশি মাত্রায় লাগানো না হয়।

অল্প পরিমানে পাউডার লাগাতে হবে, পরিমাণ যেন বেশি না হয়।

বেশি মাত্রায় পাউডার লাগালে তা আপনার মেকাপের ন্যাচারাল লুক নষ্ট  করে দেবে।

আশাকরি, এই টিপসগুলো আপনার কাজে লাগবে।