খুব সাধারণ চিনির স্ক্রাবিং রেসিপি যা আপনার ত্বক কে এক্সফোলিয়েট করার মাধ্যমে ত্বকে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা ও করবে সিল্কি স্মুথ।
চিনি না খেয়েই নিজের ত্বকের এক্সট্রা ক্ব্যার করুন এই স্ক্রাবিং এর মাধ্যমে।
চিনির স্ক্রাবের রয়েছে অনেক উপকার যা আপনি খুব সহজেই ঘরে বসে পেতে পারেন খুব সহজেই।
যা যা প্রয়োজন
- বাদামী চিনি বা সাদা চিনি
- গোলাপ ফুলের পাপড়ি
- গোলাপ জল
- পছন্দের এসেন্সিয়াল ওয়েল
পদ্ধতি
একটি ছোট কাচ বা প্লাস্টিকের বাটিতে ২/৩ চামচ বাদামী চিনি বা ব্রাউন সুগার নিতে হবে।
বাসায় ব্রাউন সুগার না থাকলে যেকোনো সাধারণ চিনিও ব্যবহার করা যাবে।
তাতে ২ টেবিল চামচ গোলাপজল ও কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি মিক্স করতে হবে।
এই মিশ্রণটি ভালোভাবে হামানদিস্তা দিয়ে পিশে নিতে হবে।
কিছুক্ষণ পর দেখা যাবে এটি দানাদার একটি পেস্ট এ তৈরি হয়েছে।
এবার এই মিশ্রণে ২ ফোটা পছন্দের এসেন্সিয়াল ওয়েল মিক্স করতে হবে।
এটা এই স্ক্রাবারের বাড়তি গুণাগুণের জন্য। কেউ চাইলে এসেন্সিয়াল অয়েল এভয়েড করতে পারেন।
মিশ্রণটিতে গ্রেইপসিড এসেন্সিয়াল অয়েল বা ল্যাভেন্ডার এসেন্সিয়াল ওয়েল মিক্স করে ইউস করলে উজ্জ্বলতার জন্য ভালো রেজাল্ট পাওয়া যাবে।
তাছাড়া অন্যান্য এসেন্সিয়াল অয়েল যেমন ফ্র্যাংকেন্সিস এসেন্সিয়াল অয়েল, রোজমেরি এসেন্সিয়াল অয়েল, ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল বা টি ট্রি এসেন্সিয়াল অয়েল ও যার যার পছন্দ অনুযায়ী যোগ করে ব্যবহার করতে পারেন।
যে ব্যবহার করবেন
প্রথমে আমাদের চেহারা ভালোভাবে ধুয়ে নিতে হবে।
ধোয়ার পর ভালোভাবে শুকাতে হবে। শুকিয়ে গেলে মিশ্রণটি ঠোট বা চেহারায় অল্প অল্প করে লাগাবেন।
হাত দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। মনে রাখতে হবে খুব বেশি জোরে দেয়া যাবে না।
কারণ আমাদের ত্বক সবচেয়ে সেন্সিটিভ একটা অংশ। তাই আলতো আলতো করে ম্যাসাজ করতে হবে।
আমাদের ত্বকের ডেড সেল জমে গেলে সেটা দূর করা আমাদের জন্য জরুরি।
তাই এটা চাইলে আপনার গোসলের সময় একই ভাবে এপ্লাই করে নিতে পারেন।
এটা ত্বকের ডেড সেল বা মৃত কোষ দূর করে ত্বককে এক্সফোলিয়েট করবে।
ফলে আমাদের ত্বক গ্লোয়িং আর উজ্জ্বল হবে।
চিনির স্ক্রাব এর উপকারিতা
এই স্ক্রাবিং এর স্টার বা মেইন ফোকাস হচ্ছে চিনি।
এটি হচ্ছে প্রাকৃতিক হিউমেকট্যান্ট।
এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
ত্বকের স্ক্রাবার হিসেবে এটি দারুন কাজ করে।
ত্বকের ডেড সেল তুলে ত্বককে মোলায়েম করে তোলে চিনি।
ডেড সেক এর নিচেই থাকে আমাদের উজ্জ্বল ত্বক।
চিনি দানাদার হওয়াতে এটি ডেড সেল তুলে ফেলতে খুব ভালো কাজ করে।
উপরের মরা কোষ তুলে ত্বক কে করে ঝলমলে আর উজ্জ্বল।
গোলাপ জল এই স্ক্রাবিং এ ব্যবহার করা হয়েছে যা অসাধারণ গুণের অধিকারী।
গোলাপ জলে আছে এন্টিব্যাক্টেরিয়াল গুণাবলি যা ব্রণ বা পিম্পল দূর করতে সাহায্য করে।
এটি আমাদের ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক রাখতেও খুব কার্যকরী।
গোলাপজল আমাদের ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ত্বকে ও লোমকূপে জমে থাকা ধূলাবালি ও দূর করে।
যা ব্রণ ও ব্লাক হেডস দূরে রাখতে সাহায্য করে।
গোলাপজল আমাদের ত্বকে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে।
এই ঠান্ডা প্রভাব র্যাদনেস এর হাত থেকে রক্ষা করে ও চেহারা স্মুথ করে।
চিনির স্ক্রাবার এর সাথে এড হয়ে এটি আমাদের ত্বকের ডেড সেল তুলে একে ময়েশ্চরাইজড করে আর দাগের হাত থেকে রক্ষা করে।
চিনির স্ক্রাব এর বিশেষত্ব
এই প্যাক এর এডিশনাল উপাদান হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি।
এটি স্ক্রাবারে এড করার মূল কারণ হলো এটি আমাদের ত্বকে গোলাপি আভা দিবে।
স্ক্রাবিং এর পর একটি সুন্দর টেক্সচার দিবে আমাদের ত্বকে।
তাছাড়া গোলাপ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুবই প্রসিদ্ধ।
এই স্ক্রাবার এ উপস্থিত আরেকটি উপাদান এসেন্সিয়াল অয়েল এর কথা না বললেই নয়।
এসেন্সিয়াল অয়েলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকে পুষ্টি জুগিয়ে হাইড্রেটেড রাখতে এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে।
এক এক এসেন্সিয়াল ওয়েলে রয়েছে এক এক ক্ষমতা।
সবটা সবার ত্বকে স্যুট নাও করতে পারে।
তাই যার যে এসেন্সিয়াল অয়েলটি পছন্দ সেটা এড করে এই স্ক্রাবারটি বানিয়ে ফেলা যাবে। তবে ব্রাইটনেস এর জন্য ল্যাভেন্ডার, সুইট আমান্ড এসেন্সিয়াল অয়েল খুব জনপ্রিয়।
এক এক এসেন্সিয়াল এর গুনাগুণ আলাদা আলাদা হলেও এরা স্কিন কে ভিতর থেকে ময়েশ্চারাইজড করে আর এর ঘ্রাণ আমাদের সতেজ রাখতে সাহায্য করে।
এই প্রত্যেকটি উপাদান আমাদের শরীরের জন্য খুবই উপকার। এটা স্ক্রাবারটি আমাদের ত্বকের এক্সফোলিয়েটেশন এর জন্য খুব ভালো একটি প্যাক।
এটা বানানো ও খুব সহজ যা শীতের দিনের পাশাপাশি আমরা গরমের দিনেও ব্যবহার করতে পারবো।