Search
Close this search box.

গরমকালে যেভাবে ফ্রেশ রাখবেন চুলকে

গরমকালটা তাহলে শেষ পর্যন্ত এসেই গেল, কি বলেন? আর গরমকাল মানেই কিন্তু আপনার চুলের বারোটা বেজে যাওয়া।

ভাবুন তো, পার্টিতে যাবেন বা অফিসে যাওয়ার জন্য সেজেগুজে বেরোলেন, কিন্তু পথেই ঘামে আপনার চুল তেলতেলে হয়ে এক্কেবারে চুপসে গেল।

শ্যাম্পুর আর নাম-ও-নিশানও রইলো না।

আর স্টাইলের হাল—সে তো বলাই বাহুল্য। তা এই বিচ্ছিরি গরমেও আপনার চুলকে কীভাবে ফ্রেশ আর ফুরফুরে রাখবেন, তা জানার জন্যই আজকের আর্টিকল নিয়ে এলাম আমরা। দেখুন।

চুলকে ঢেকে রাখুন

গরমকাল মানেই কড়া রোদ। আর বাড়িতে বসে থাকলে তো আপনার দিন চলবে না, রাস্তায় তাই বেরোতেই হবে।

সূর্যের আলোয় কিন্তু বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থাকে, যা আপনার চুলকে এফেক্ট করতে পারে। ফলে চুল ড্যামেজ হয় তো বটেই, সেইসাথে কিন্তু রাফ আর নিষ্প্রাণও হয়ে যেতে পারে। তাই রাস্তায় বেরোলেই এবার থেকে চুলকে ঢেকে রাখার বন্দোবস্ত করুন। স্কার্ফ ব্যবহার করতে পারেন। নয়তো ছাতা কিন্তু মাস্ট।

চুলকে হালকা করে বাঁধুন

চুলে একটা হেয়ার স্টাইল করলেন কিন্তু ঘামে সেটা একদম খারাপ হয়ে গেল। কি খারাপ ব্যাপারটাই না হবে বলুন তো! তার থেকে গরমে বরং আপনার চুলকে একদম আলগা করে বাঁধুন, যাতে ঘাম খানিক হলেও কম বসে চুলের গোড়ায়। আর হ্যাঁ, গরমে কিন্তু চুল খোলা না রাখাই ভালো।

চুল কম ধোবেন

জানি গরমকালে চুলে ঘাম জমে চুল তেলতেলে হয়ে যায় বলে আপনিও ঘন ঘন চুলে শ্যাম্পু করতে ভালোবাসেন। কিন্তু জানেন কি, আপনার ওই ঘন ঘন শ্যাম্পু করা কিন্তু চুল থেকে তেল সরানোর বদলে বাড়তি অয়েল প্রোডাকশনে সাহায্য করে। পারলে ড্রাই শ্যাম্পু করা অভ্যেস করুন।

চটজলদি ফ্রেশনেস

আপনার চুলকে এক মিনিটে ফ্রেশ আর শাইনি করে তুলতে চান? তাও আবার ঘরে বসেই? এই গরমে ‘দাশবাস’ নিয়ে এসেছে সেই টোটকাও।

উপকরণ

জল, অ্যালোভেরা রস, অ্যাভোকাডো অয়েল পরিমাণ মতো।

পদ্ধতি

সব উপকরণ একসাথে মিশিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে আপনার চুলে এটা স্প্রে করুন। যখনই মনে হবে চুলের ময়েশ্চারাইজার দরকার, তখনই নাহয় এই স্প্রে-টা চুলে স্প্রে করে নেবেন। দেখবেন এক মিনিটেই পেয়ে যাবেন গ্লসি হেয়ার।

কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না

শ্যাম্পু করার পর আপনার চুলকে কন্ডিশন করতে কিন্তু ভুলবেন না। দোকান থেকে কেনা কন্ডিশনার তো নাহয় অ্যাদ্দিন লাগালেন, এবার নাহয় ঘরে বসে ন্যাচারাল কন্ডিশনারেই আপনার চুলকে দিন ফ্রেশ লুক। ব্যবহার করুন অ্যাপল সিডার ভিনিগার।

উপকরণ

অ্যাপল সিডার ভিনিগার পরিমাণ মতো, জল।

পদ্ধতি

জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে চুলে শ্যাম্পু করার পর তাই দিয়ে ধুয়ে নিন। দেখবেন চুল কি সুন্দর কন্ডিশন হয়েছে।

সানস্ক্রিন ব্যবহার করেন তো?

চুলের জন্য সানস্ক্রিন? শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? আজ্ঞে গরমকালে রোদের হাত থেকে চুলকে বাঁচিয়ে সবসময় ফ্রেশ রাখতে সানস্ক্রিন কিন্তু মাস্ট। শ্যাম্পু কেনার সময় দেখুন তাতে ইউ.ভি. প্রোটেকশন আছে কিনা। আর হেয়ার মাস্ক যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন তাতেও সানস্ক্রিন আছে কিনা।

হট অয়েল ম্যাসাজ

এগুলো সবই তো করবেন, কিন্তু সেইসাথে সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসাজ কিন্তু করতে ভুলবেন না। যেকোনো তেলই হালকা গরম করে আপনার চুলে, স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে পারেন। রাতে করে পরদিন সকালে উঠে শ্যাম্পু করে নিন। দেখবেন চুল হেলদিও থাকছে, আর শাইনিও হচ্ছে।