Search
Close this search box.

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন যেভাবে কাজ করে

সানস্ক্রিন কী?

রোদের তীব্রতা থেকে ত্বকের সুরক্ষায় একটি কার্যকরী উপায় হলো সানস্ক্রিন।

আমাদের ত্বকে যত ধরনের সমস্যা দেখা দেয় সেসব এর পেছনে অনেকটাই দায়ী সূর্যের ক্ষতিকর অতিবেগুনি আল্ট্রাভায়োলেট বা UV রশ্মি।

যেমন- ত্বকে কালো ছোপ পড়া, মেছতা, সানবার্ন হওয়া, স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, অল্প বয়সে মুখে রিংকেল হওয়াসহ নানা রকমকর সমস্যা।

সানস্ক্রিন হলো এমন একটি প্রোডাক্ট যা সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে স্কিনকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। সানস্ক্রিন মূলত দুই ধরণের হয়ে থাকে।

ফিজিক্যাল সানস্ক্রিন এবং কেমিক্যাল সানস্ক্রিন। 

ফিজিক্যাল সানস্ক্রিন কী? 

মিনারেল বা ফিজিক্যাল সানস্ক্রিন সানব্লক নামেও পরিচিত।

ফিজিক্যাল সানস্ক্রিন আমাদের স্কিনের উপর একটি ঢাল হিসেবে থাকে, এটি স্কিনের ভিতরে এবসর্ব হয় না এবং UV Rays কে প্রতিফলিত করে ফেরত পাঠায়।

টাইটানিয়াম ডাই অক্সাইড এবং জিংক-অক্সাইড এগুলো মূলত ফিজিক্যাল সানস্ক্রিন এর ইনগ্রেডিয়েন্টস। 

কেমিক্যাল সানস্ক্রিন  কী? 

অর্গানিক বা কেমিক্যাল সানস্ক্রিন মূলত সানস্ক্রিন নামে পরিচিত।

কেমিক্যাল সানস্ক্রিন আমাদের ত্বকের ভিতরে এবসর্ব হয়ে যায় এবং UV Ray শোষণ করে এটি তাপ আকারে স্কিন থেকে বের করে দেয় যার কারণে UV Ray এর কার্যক্ষমতা কমে যায়।

এই সানস্ক্রিনে সাধারণত অক্সিবেনজোন,অ্যাভোবেনজেন এ ধরনের উপাদান থাকে। 

সানস্ক্রিন ব্যবহারের উপকারিতা কী?  

সূর্যের ক্ষতিকর রশ্মি এর কারণে  মারাত্মক ক্যান্সার পর্যন্ত হতে পারে।

তাই বাহিরে বের হবার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। 

আমাদের স্কিনের জন্য ক্যারোটিন এবং ইলাস্টিনের মতো প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসব প্রোটিন আমাদের স্কিনকে সুস্থ এবং মোলায়েম রাখে। তাই স্কিনের এই প্রোটিন ধরে রাখার জন্য সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরী৷ 

টাইটেনিয়াম ডাই-অক্সাইড আমাদের স্কিনের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে।

তাই এই উপাদান আছে এমন কোন সানস্ক্রিন ব্যবহার করুন। 

সানবার্ন বা পিগমেন্টেশন থেকে বাঁচতে সানস্ক্রিন এর কোন তুলনা হয় না।

এছাড়াও পোস্ট একনে হাইপার পিগমেন্টেশন এর সমস্যায় নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার মাধ্যমে, এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন।

অতি দ্রুত বয়সের ছাপ বেড়ে যাওয়া, রিংকেল, ফাইন লাইনস, ত্বক কুচকে যাওয়া, ত্বকের টান টান ভাব নস্ট হওয়া থেকে বাঁচতে সাহায্য করে সানস্ক্রিন। 

তাই সুন্দর, লাবণ্যময়, দাগহীন ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন সানস্ক্রিন!