Search
Close this search box.

গলার কালো দাগ দূর করার উপায়

উজ্জ্বল মুখের সাথে গলার নীচের কালো দাগ অবশ্যই বেমানান। আর আপনি রোজ যখন মুখ পরিষ্কার করেন, অনেক সময়েই গলা পরিষ্কার করতে ভুলেই যান।

অথবা পরিষ্কার করলেও ততটা যত্ন নেন না, যতটা মুখের ক্ষেত্রে নেন।

গলায় কালো দাগ কেন হয়? 

তবে কালো দাগ হওয়ার আরও কারণ আছে, যেমন- রোদে দীর্ঘক্ষণ থাকা, পরিবেশ দূষণ, কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্টসের কেমিক্যালে।

এমনকি, গর্ভধারণ কিংবা ডায়াবেটিসও আপনার গলায় কালো দাগের কারণ হতে পারে।

এছাড়া একজিমা ও ফাঙ্গাল ইনফেকশনও শরীরের বিভিন্ন অংশের মতো গলায় কালো দাগ পড়ার কারণ হতে পারে।

কারণ যাই হোক, প্রয়োজন সমাধানের। আর আজকে আমরা আপনাকে বলতে চলেছি এমনই কিছু সহজ ঘরোয়া সমাধানের কথা।

এই উপায়গুলি অনুসরণ করলে আপনি ফল পাবেন অত্যন্ত দ্রুত। আসুন, দেখে নিই।

ব্যবহার করুন অ্যালোভেরা জেল

প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল আছে অ্যালোভেরাতে। যা ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তোলে।

উপকরণ 

অ্যালোভেরা পাতা।

পদ্ধতি

খুবই সহজলভ্য অ্যালোভেরার। এই পাতা আকারে একটু মোটা ধরণের হয়ে থাকে। পাতাটি কাটলে আপনি পেয়ে যাবেন অ্যালোভেরা জেল।

আয়ুর্বেদ চিকিৎসায় এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি অত্যন্ত ঐতিহ্যময় ব্যবহারিক উপাদান।

এক্ষেত্রে আপনি এই অ্যালোভেরা জেলটিকে গলার কালো অংশে ভালো মতো ম্যাসাজ করে দিন। তারপর দশ মিনিট এটিকে লাগিয়ে রেখে দিন।

দশ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে আপনি এটি ব্যবহার করে দেখুন ফল পাবেন।

ব্যবহার করুন বাদাম তেল

বাদাম তেলের মধ্যে থাকে ভিটামিন ই, যা আপনার ত্বককে মসৃণ করে ও বয়সেরও ছাপ পড়তে দেয় না।

এছাড়াও আপনি যদি এর সাথে ব্যবহার করেন চায়ের জল– তাহলে সেটি আপনার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়।

উপকরণ 

কয়েক ফোঁটা বাদাম তেল ও ১-২ ফোঁটা চায়ের লিকার।

পদ্ধতি

প্রথমে সাবান ও জল দিয়ে আপনি আপনার গলা ভালো করে পরিষ্কার করে নিন, তারপরে একে ভালো মতো শুকোতে দিন।

এবারে বাদাম তেল নিন। ভালো হয় যদি এর সাথে এক-দু ফোঁটা চায়ের লিকার মিশিয়ে নিতে পারেন।

এই মিশ্রণটিকে নিয়ে ভালো মতো গলার কালো অংশের চারিপাশে বৃত্তাকারভাবে ম্যাসাজ করুন দশ থেকে পনেরো মিনিট ধরে।

উষ্ণ গরম পানি দিয়ে গলা ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এই পদ্ধতি প্রয়োগ করুন।

ব্যবহার করুন বেকিং সোডা

এই প্যাকটিও আপনার গলার কালো দাগকে খুব সহজেই দূর করে। এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালনও বাড়ে।

উপকরণ 

২-৩ চা চামচ বেকিং সোডা আর পানি।

পদ্ধতি

যথেষ্ট পরিমাণ পানি বেকিং সোডার সাথে গুলিয়ে নিন, যাতে আপনি মসৃণ পেস্ট পেতে পারেন।

এই পেস্টটিকে আপনি গলায় লাগিয়ে রাখুন ও শুকোতে সময় দিন। একবার এটি শুকিয়ে গেলে এটিকে গলা থেকে মুছে ফেলুন ও পরিষ্কার পানি দিয়ে গলা ধুয়ে নিন।

প্রতিদিন এভাবে আপনি যদি বেকিং সোডা লাগান, খুব তাড়াতাড়িই ফল পাবেন।

তাই এখন আপনার মুখের পাশাপাশি সমান যত্ন নিন গলারও। আর আপনার গলার কালো দাগ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

এই পদ্ধতিগুলি প্রয়োগ করলেই হাতেনাতে ফল পাবেন দ্রুত।