টম্যাটো খাওয়া নিয়ে নানা উপকারিতার কথা আপনারা আগেও শুনে থাকবেন।
আজ টম্যাটোর অন্য আরেকটি ব্যবহার যোগ্য দিক নিয়ে লিখবো। যা অনেকের জানা নেই।
ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এর জুড়ি মেলা ভার।
ঘরোয়া ভাবে তৈরি একটি ফেস প্যাক ও টম্যাটো দিয়ে তৈরি নাইট ক্রিম মাত্র কয়েকদিনে আপনার ত্বকের কালচে ভাব দূর করে স্কিন উজ্জ্বল করে তুলতে পারে।
টম্যাটোর ঘরোয়া ফেস প্যাক
এই ফেসপ্যাকটি বানানো খুবই সহজ।
এটি রোজ ব্যবহার করা যেতে পারে। আর সবরকমের স্কিনের জন্য এটি কাজ দেয়।
মুখের ডেড সেল সরিয়ে স্কিনকে ভেতর থেকে যত্ন নিতে সাহায্য করে।
আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটি বানাবেন।
উপকরণ
একটি গোটা টম্যাটো দু ফালি করে কাটা, দু চামচ চিনি
পদ্ধতি বা যেভাবে ব্যবহার করবেন
মুখ ভালো করে পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নিন।
এবার টম্যাটোর দুটি টুকরো চিনিতে ডিপ করে মুখে ভালো করে লাগান।
৫ মিনিট ম্যাসাজ করার পর ২০ মিনিট অপেক্ষা করুন।
টম্যাটো স্কিনের ব্রাইনেস বাড়াতে দারুন কাজ দেয়।
২০ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
সপ্তাহে রোজ করতে পারলে খুবই ভালো, না হলে অন্তত তিনদিন এই ফেস প্যাকটি ব্যবহার করুন অবশ্যই।
টম্যাটোর নাইট ক্রিম
গাদা গাদা টাকা দিয়ে নামী ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার না করে বরং ঘরেই বানিয়ে নিন টম্যাটোর নাইট ক্রিম।
যাতে কোন কেমিক্যাল নেই। মার্কেট থেকে কেনা প্রোডাক্টে কম বেশি কেমিক্যাল থাকেই।
কিন্তু আজ আপানাদের যে নাইট ক্রিম বানানোর টিপস বলে দেব, তা একেবারেই প্রাকৃতিক।
একমাস ব্যবহার করে দেখুন ভালো না লাগলে বাজারের নাইট ক্রিম তো আছেই। তখন না হয় তাই ব্যবহার করবেন।
নাইট ক্রিম বানানোর প্রক্রিয়া
আগেই বলে দিচ্ছি একসপ্তাহ এটি ফ্রিজে বানিয়ে রেখে ব্যবহার করা যাবে।
সেই জন্য একসপ্তাহের নাইট ক্রিমের পরিমান অনুযায়ী উপকরনের মাপ বলে দেব।
উপকরণ
টম্যাটো বড় সাইজের দুটো পেস্ট করা
ভিটামিন ই ক্যাপসুল দুটো (ওষুধের দোকানে পেয়ে যাবেন)
আলমণ্ড অয়েল বা বাদাম তেল এক চা চামচ
অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারী জেল এক চা চামচ
পরিষ্কার কাঁচের ছোট কন্টেইনার একটা
পদ্ধতি বা কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন
টম্যাটো পেস্টটি ছাঁকনি দিয়ে ভালো করে ফিল্টার করে নিন।
এবার তাতে ভিতামিন ই ক্যাপসুল দুটো ভেঙ্গে তা থেকে ভিতামিন ই মিশিয়ে নিন।
বাদাম তেল ও অ্যালোভেরা জেল এক চা চামচ করে মেশান।
সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কন্টেইনারে ভরে রাখুন।
রাতে ভালো করে মুখ ধুয়ে এটি নাইট ক্রিমের মত ব্যবহার করুন।
সারা রাত এটি আপনার স্কিনের কেয়ার নিতে সাহায্য করবে।
সকালে উঠে ভালো করে মুখ ধুয়ে নেবেন।
রোজ এটি ব্যবহার করুন আর ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন।