আমরা নানা বিষয় নিয়ে হাজির হই যা খুব সহজেই করা যায়। আর ঘরোয়া উপকরণের সাহায্যেই কাজ হয়ে যায়।
আজ সেরকমই এক টিপস নিয়ে হাজির আমরা।
হলুদের উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই আগে থেকেই আপনারা ওয়াকিবহাল। তাহলে আর সংশয় না করে
রোজকার জীবনে হলুদকে বানিয়ে নিন সঙ্গী। যা আপনাকে উজ্জ্বল, সতেজ ত্বকের মালকিন বানানোর সাথে সাথে এনে দেবে আরও অনেক সুবিধা।
ঘরে থাকা সামান্য হলুদ আপনার চকচকে ত্বক ও ঝলমলে চুলের জন্য কতটা উপকারী সেটা এই ড্রিংকের মাধ্যমে আপনি আবারো জানতে পারবেন।
হলুদের ড্রিংক এর রেসিপি
উপকরণ
- এক চিমটে হলুদ গুঁড়ো (সম্ভব হলে ওরগ্যানিক বা জৈব হলুদের ব্যবহার করুন)
- সামান্য মধু স্বাদের জন্য (মধুর বদলে চিনি দেওয়া যায় তবে না দেওয়াই ভালো)
- এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল (একদমই হালকা গরম)
যেভাবে বানাবেন
- এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে এক চিমটে হলুদ আর একেবারে সামান্য মধু মিশিয়ে নিন ভালো করে।
- রেডি আপনার ম্যাজিক ড্রিঙ্ক।
- রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস করে এই ড্রিঙ্ক /পান করুন।
- একমাস নিয়মিত পান করুন আর পান ঝলমলে চুলের সাথে ঝকঝকে ত্বক একেবারে বিনামূল্যে।
- প্রথম প্রথম খেতে হয়তো একটু বিস্বাদ লাগতে পারে। তাই বলে খাওয়া ছেড়ে দেবেন না।
- দু দিন খাওয়ার পর দেখবেন অভ্যাস হয়ে গিয়েছে। খেতে আর সমস্যা হবে না।
- এর চেয়ে সহজ আর কি কোনো পানীয় হতে পারে যা ত্বক ও চুলের যত্ন নেবে একাধারে!