Search
Close this search box.

আন্ডারআর্মের কালো দাগ দূর করার উপায়

বারংবার ওয়্যাক্সিং, শেভিং তো বটেই, রোজ ডিওডোরেন্ট ব্যবহারের ফলেও আমাদের বগল, বাহুমূল বা আন্ডারআর্মে কালো ছোপ পড়তে পারে৷

যে সমস্ত হেয়ার রিমুভাল ক্রিম বা ডিওডোরান্টে অ্যালকোহল থাকে, সেগুলির ব্যবহার যথাসম্ভব কমানোর চেষ্টা করুন৷

সেই সঙ্গে নিয়মিত এক্সফোলিয়েশন করাও জরুরি, কারণ মৃত কোষ জমে থাকলে আন্ডারআর্মের কালচে ছোপ আরও গাঢ় হবে৷

তবে হাতের কাছে থাকা ঘরোয়া উপাদানের সাহায্যে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷

আপেল: 

খানিকটা আপেল কুরে নিন৷ তার থেকে রসটা চিপে বের করে নিয়ে লাগিয়ে রাখুন বাহুমূলে৷

এর মধ্যে থাকা এএইচএ ব্যাকটেরিয়া ও জীবাণুকে ধ্বংস করে। তার ফলে দুর্গন্ধ আর কালো ছোপ, দুটো বিষয় থেকেই আপনি মুক্তি পাবেন৷

মিনিট ২০ পর ধুয়ে ফেলতে হবে৷

চন্দন: 

দুই বাহুমূলের জন্য যতটা প্রয়োজন ততটা চন্দন বেটে নিন৷

গুঁড়ো চন্দন আর গোলাপজল দিয়েও ঘন পেস্ট তৈরি করে লাগানো যায়৷

পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন এবং প্রতিদিন ব্যবহার করুন এই টোটকা৷

মধু আর লেবুর রস: 

সমান পরিমাণে মধু আর লেবুর রস মিশিয়ে লাগিয়ে রাখুন কালো ছোপ ধরা অংশে৷

১০ মিনিট পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন, প্রতিদিন ব্যবহার করা যায়৷

কমলালেবুর খোসা আর গোলাপ জল: 

কমলালেবুর খোসার গুঁড়ো আর গোলাপজল একসঙ্গে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন৷

তার পর সেটা লাগিয়ে রাখুন আন্ডারআর্মে৷ ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন৷ এটি মৃত কোষ সরাতেও কার্যকর৷

দুধ: 

প্রতিদিন গোসলের আগে তুলোয় করে দুধ নিয়ে বাহুমূলে লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে গোসল করে নিন৷