ভ্যাকেশনে সাজগোজের টিপস

আজকাল তো আর বেড়াতে যাওয়া মানে কেবলই ছুটি কাটানো নয়।

সে সময়ে আপনি কেমন সাজগোজ করছেন, সেটাও ইমপর্ট্যান্ট।

কারণ ছবি ভালো না উঠলে তো মজার অর্ধেকটাই মাটি! আপনি সোশাল মিডিয়ায় কী দেবেন?

কিন্তু তার চেয়েও বড়ো সমস্যা হচ্ছে, একগাদা জামাকাপড়, মেকআপ, কোনও কিছুই নিয়ে যাওয়ার সুযোগ থাকে না বেশিরভাগ ট্রিপেই।

গেলেও তা ব্যবহারের সময় মেলা দুষ্কর হয়ে ওঠে।

তাহলে সুন্দর দেখানোর সবচেয়ে সহজ রাস্তাটা কী?

সিম্পল পোশাক-আশাক, মেকআপের লেশমাত্র নেই – তাতেই কী চমৎকার লুক আসে তাইনা?

পারফেক্ট ট্যান হয়েছে বাইরে ঘুরে, এলোমেলো চুল আটকানো রয়েছে সানগ্লাসের বাঁধনে।

এর চেয়ে সুন্দর আর কী-ই বা হতে পারে?

এবার প্রশ্ন, আপনাকেও কি এতটা সুন্দর লাগা সম্ভব? উত্তর সহজ, নিশ্চয়ই।

তবে তার জন্য সারা বছর নিজের যত্ন নিন, ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, জল খান বেশি করে।

রাতারাতি তো আর ঋদ্ধিমার মতো ঝকঝকে ত্বক পাওয়া যায় না!

তবে অতি অবশ্যই সানস্ক্রিন আর ময়েশ্চরাইজার ক্যারি করবেন। ক্লেনজার, টোনারও।

বাইরে বেরোনোর আগে এক দফা মুখ পরিষ্কার করে সানস্ক্রিন লাগান।

সানস্ক্রিনটি যদি টিন্টেড হয়, তাহলে তা বিবি ক্রিমের কাজ করবে।

সারা শরীরের খোলা অংশে সানস্ক্রিন লাগাতে হবে।

ফিরে এসে মুখ পরিষ্কার করে ময়েশ্চরাইজার লাগিয়ে নেবেন।

শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করুন। চুলটা খুলে রাখতে অসুবিধে হলে উঁচু খোঁপা বেঁধে রাখুন।

বেড়াতে যাওয়ার সময় একগাদা পোশাক নেবেন না সঙ্গে।

বেশি করে টি-শার্ট, শর্টস বা থ্রি কোয়ার্টার প্যান্ট, মোজা আর অন্তর্বাস নিন সঙ্গে।

এক-আধটা ভালো জামাকাপড় রাখতে পারেন।

যদি বিশেষ ডিনারে যাওয়ার প্ল্যানিং থাকে, তা হলে কাজে লাগতে পারে।

রাতের দিকে যদি ঠান্ডা লাগে, তা হলে এক-আধটা জ্যাকেট নিতে পারেন সঙ্গে।