রোদের মধ্যে বেরালেই সান ট্যান থেকে শুরু করে মুখে ব্রণ, জ্বালা, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্তভাব ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
গরমে স্বস্তি পেতে টক দই অনেকেই খেয়ে থাকেন।
এই টক দই দিয়েই করা যেতে পারে রূপচর্চা।
টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন।
মুখে দই মাখলে আপনি খুব সহজেই উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে পারেন।
দই ময়েশ্চারাইজারের কাজ করে এবং শুষ্ক ত্বকের জন্য এটি খুবই ভাল।
এছাড়াও মুখের ব্রণ, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্তভাব ইত্যাদি সমস্যা থেকেও রেহাই পেতে পারেন।
চলুন জেনে নেই ত্বকের জন্যে টক দই এর কয়েকটি ব্যবহার-
টক দই ও বেসন
দই ও বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন।
এছাড়াও দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো ও দু ফোঁটা সরিষার তেল মিশিয়েও মুখে লাগাতে পারেন।
যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন।
আর আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে।
টক দই ও কফি
এক চামচ টক দইয়ের সাথে অল্প একটু কফি পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে।
এরপর সেই মিশ্রয়টিকে সারা মুখে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে।
তারপর ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে শুকনো হবার জন্য।
এরপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
টক দই, নারকেল তেল, গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুল
এক পাত্রে টক দই, একচামচ নারকেল তেল আর এক চামচ গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুল নিন।
এরপর সমস্ত উপকরণগুলোকে ভাল করে মিক্স করুন।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে গোটা মুখে ম্যাসাজ করুন।
এরপর খানিক্ষন অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
টক দই ও মধু
টক দইয়ের সাথে মধু দারুন কাজ করে মুখের উজ্জ্বলতা ফেরাতে।
একটি পাত্রে এক চামচ টক দই আর এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন।
এরপর সেটা ভালো করে মুখে মেখে নিতে হবে।
এরপ ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে ও তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।