Search
Close this search box.

শীতে চাই ঠোঁটের বিশেষ যত্ন

শীত আসছে মানেই ত্বকের শুকনোভাব শুরু! মুখের জেল্লা যাও বা ময়েশ্চারাইজার, হাইড্রেটিং মাস্ক, শিট মাস্ক ব্যবহার করে ফেরানো যায়, ঠোঁটের জন্য বরাদ্দ বলতে সেই চিরাচরিত পেট্রোলিয়াম জেলি!

বেলা গড়াতে না গড়াতে ঠোঁটের ফুটিফাটা অবস্থা দেখে কান্না পেয়ে যাওয়ার জোগাড়!

আসলে ঠোঁট আপনার মুখের সবচেয়ে কোমল অঙ্গ, ফলে আবহাওয়ার শুষ্কতা ঠোঁটের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং সহজেই ঠোঁট ফেটে যায়।

তবে আর নয়! পেট্রোলিয়াম জেলির পাশাপাশি এবারের শীতে আপনার ঠোঁটকেও দিন লিপ মাস্কের আদর।

ঘরোয়া এসব লিপ মাস্ক তৈরি করে নেওয়া যাবে সহজেই, আর আপনার ঠোঁট থাকবে নরম আর টসটসে।

টক দই আর কিউয়ি লিপ মাস্ক

দুই চা-চামচ টক দই আর এক চা-চামচ কিউয়ির শাঁস নিন। দুটো উপাদান মিশিয়ে পেস্ট বানান। ঠোঁটে লাগিয়ে মিনিট দশেক রাখুন।

তারপর হালকা গরম জলে গজ ব্যান্ডেজের কাপড় ভিজিয়ে আলতো করে মুছে নিন।

দইয়ের ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের পুরোনো মৃত কোষ তুলে ভিতরের কোমল উজ্জ্বল কোষ বের করে আনবে।

আর কিউয়ি-এর ভিটামিন সি ঠোঁট হালকা এক্সফোলিয়েট করে ফিরিয়ে আনবে গোলাপি আভা।

অ্যালোভেরা আর চিনি

দুই চা-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা-চামচ চিনি মিশিয়ে স্ক্রাবের মতো তৈরি করে নিন।

ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা ম্যাসাজ করুন। আরও পাঁচ মিনিট রেখে তারপর মুছে ফেলুন।

অ্যালোভেরা ঠোঁট আর্দ্র রাখার পাশাপাশি পুষ্টিও জোগাবে এবং ঠোঁট তুলতুলে নরম রাখবে। অন্যদিকে চিনি ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করবে।