Search
Close this search box.

চুলে অ্যাপ্লাই করুন আমলকীর ম্যাজিক

চুল ভালো রাখার জন্য আমরা কত প্রোডাক্ট ব্যবহার করি, কত কিছু করি।

কিন্তু তেমন ভালো ফল সব সময় পাইও না।

কিন্তু জানিই না, হাতের কাছেই আছে একটা সহজ উপাদান যা চুলের এরকম হাজারো সমস্যার ক্ষেত্রে জাস্ট ম্যাজিকের মত কাজ করে।

সেটা আমলকী। চুলের যাবতীয় সমস্যার সমাধান।

আপনার চুলে যাই সমস্যা হোক না কেন, সমাধান পাবেনই যদি পড়েন আজকের লেখা।

১. আমলকী মেথি ও সিকাকাই প্যাক

চুল ঝরার সমস্যায় এটির মত উপকারি প্যাক আর নেই।

আমলকীতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি যা চুলপড়া কমায়, চুলের অকাল পক্কতা রোধ করে।

সিকাকাই ও মেথি চুল ঝরা রোধ করার পাশাপাশি স্ক্যাল্পের অন্যান্য যেকোনো সমস্যাও নিয়ন্ত্রণ করে।

উপকরণ

৩ থেকে ৪ টি আমলকী, ২ চামচ সিকাকাই পাউডার ও ২ চামচ মেথি।

পদ্ধতি

আমলকী কাঁচা বা সেদ্ধ ব্লেণ্ড করে করে নিন।

মেথি আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখবেন। সকালে মেথির পেস্ট বানিয়ে নিন।

এবার এতে সিকাকাই দিন। ভালো করে সব উপাদান মিশিয়ে ঘন পেস্ট বানান।

এটি চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।

২. আমলকী ও ডিমের হেয়ার প্যাক

চুল ঝরার সমস্যায় আমলকী উপকারী এটা আমরা অনেকেই জানি।

কিন্তু এর সঙ্গে যদি যোগ হয় ডিম তাহলে তো কোন কথাই নেই।

কারণ ডিম শুধু চুল পড়া নয়, খুব কমন একটা সমস্যা চুল ভেঙে যাওয়ার সুন্দর সমাধান করে।

উপকরণ

১ টা ডিম, ২ চামচ মেথি, ৩ থেকে ৪টা আমলকী

পদ্ধতি

প্রথমে মেথি ও আমলকীর পেস্ট বানান। তারপর এতে ডিম যোগ করুন।

এবার এটি চুলে লাগিয়ে রাখুন একঘণ্টা। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে এক থেকে দুদিন করুন। তবে খুশকির সমস্যা থাকলে এই প্যাক করবেন না।

৩. আমলকী, সিকাকাই, অ্যালোভেরা ও লেবুর রস

পাতিলেবু খুশকির যম এটা আমরা অনেকেই জানি।

আর সঙ্গে যদি যোগ হয় আমলকী অ্যালোভেরা তাহলে খুশকি তো দূর হবেই, সঙ্গে স্ক্যাল্পের আরও অন্যান্য সমস্যা যেমন চুলকানি, ফুসকুড়ি এগুলিও দূর হবে।

উপকরণ

হাফ কাপ আমলকীর রস, ৩ চামচ লেবুর রস, ৩ চামচ অ্যালোভেরা জেল ও হাফ কাপ সিকাকাই পাউডার।

পদ্ধতি

প্রথমে আমলকীর রস করে নিন। এতে যোগ করুন সিকাকাই পাউডার।

এরপর বাকি উপাদানগুলো যোগ করুন। এবার এই পেস্টটি স্ক্যাল্প থেকে পুরো চুলে লাগান।

৪০ থেকে ৫০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

এটি প্রতি সপ্তাহে করুন খুশকি তো যাবেই চুল হবে হেলদি ও গ্লোয়িং।

৪.আমলকী ও মধুর প্যাক

চুলের জট ছাড়াতে নাজেহাল? এই জট সমস্যা থেকে নিমেষে মুক্তি পেতে ব্যবহার করুন আমলকী ও মধুর হেয়ার প্যাক।

উপকরণ

২ চামচ মধু, ১ চামচ আমলকীর রস ও ১ চামচ সিকাকাই

পদ্ধতি

প্রথমে আমলকীর রস ও সিকাকাই পাউডার ভালো করে মেশান।

তারপর এতে যোগ করুন মধু। এবার এই প্যাকটি পুরো চুলে লাগান। ৪০ মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে ফেলুন।

সপ্তাহে দু’বার করুন দেখবেন চুলের জট পড়া কেমন কম হয়ে গেছে।