ত্বক ও চুলের যত্নে বেকিং সোডার রয়েছে নানা ব্যবহার।
এটি যেমন খুশকি দূর করে সক্ষম, তেমনি দাঁত ঝকঝকে করতেও বেকিং সোডার জুড়ি নেই।
জেনে নিন রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে।
ফেসিয়াল স্ক্রাব
তিন ভাগ বেকিং সোডা এবং এক ভাগ পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন এবং সেটা ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ম্যাসাজ করুন।
এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
খুব ভালোভাবে এক্সফলিয়েট করবে এটা।
এছাড়াও আপনার ফেস ওয়াশের সাথে কিছুটা বেকিং সোডা মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে বেকিং সোডা
লম্বা ও স্বাস্থ্যকর চুল সব মেয়েদের স্বপ্ন।
চুলের যত্নে ৩ ভাগ পানিতে ১ ভাগ বেকিং সোডা মিলিয়ে শুকনো বা ভেজা চুলে ব্যবহার করুন।
এটা কিছু সময় চুলে রাখুন ও উষ্ণ পানিতে ধুয়ে নিন।
চুল ফাটা চিরতরে চলে যাবে।
সাদা দাঁত পেতে বেকিং সোডা
টুথ ব্রাশে পানি ও বেকিং সোডা মিলিয়ে ব্রাশ করে নিন এবং সাদা ঝকঝকে দাঁত পেয়ে যান।
টুথ ব্রাশে থাকা ব্যাক্টেরিয়া দূর করতে চাইলে বেকিং সোডা + ভিনেগার + পানির মিশ্রণে ৩০ মিনিট ব্রাশ ডুবিয়ে রাখুন।
সুন্দর ত্বক পেতে বেকিং সোডা
২ টেবিল চামচ ফ্রেশ কমলার রস + ১ টেবিল চামচ বেকিং সোডা মিলিয়ে পেস্ট তৈরি করুন।
এবার মুখ ও হাত ধুয়ে পানি মুছে ওই পেস্টটি মুখে ও হাতে ১৫ মিনিট হালকাভাবে ম্যাসাজ করে স্বাভাবিক পানিতে মুখ ধুয়ে ফেলুন।
এবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এটা সপ্তাহে ১ দিন করতে পারবেন।