Search
Close this search box.

ডে-টাইম মেকআপ স্টেপ বাই স্টেপ

আজকের লেখায় রইলো দিনের বেলায় পারফেক্ট ডে-টাইম মেকআপের স্টেপ বাই স্টেপ গাইডেন্স।

১. প্রাইমার অ্যাপ্লাই করুন

যে-কোনও মেকআপের ক্ষেত্রেই মুখে প্রাইমার অ্যাপ্লাই করা মাস্ট।

প্রাইমারে চমৎকার একটা টোন থাকে, যার ফলে মুখকে ফ্রেশ দেখায়।

২. গ্লোয়িং এফেক্ট

মুখে দীর্ঘস্থায়ী মেকআপ গ্লোয়িং এফেক্ট কে না চায়!

এর জন্য সামান্য স্টর্বিং ক্রিম নিয়ে গোটা মুখে ভাল করে আঙুল দিয়ে লাগিয়ে নিন।

এটি আপনার স্কিনের উপযোগী কোনও শেডে কিনতে পারেন।

৩. দাগ-ছোপ ভ্যানিশ

এরপরের ধাপে কনসিলার দিয়ে মুখের সমস্ত দাগ, ছোপ ঢেকে ফেলার পালা।

এর জন্যে ‘এল.এ.’ গার্ল প্রো কনসিল এইচডি (লাইট ট্যান) ব্যবহার করতে পারেন।

মুখের ত্বকের যে-সমস্ত স্থানে ডার্ক প্যাচ রয়েছে বা কোনও দাগ, ছোপ রয়েছে, সেগুলিকে ম্যানেজ করার ক্ষেত্রে এই কনসিলারের জুড়ি নেই।

এমনকী চোখের তলার ডার্ক সার্কেলও খুব সুন্দরভাবে ঢেকে ফেলতে সাহায্য করে এই কনসিলার।

কনসিলার লাগানোর পর আপনার পছন্দের কোনও কনসিলার ব্রাশের সাহায্যে সেটি স্কিনের সঙ্গে সমানভাবে ব্লেন্ড করে নিন।

কনসিলার সেট করার জন্য ‘মেবিলিন নিউইয়র্ক’-এর ফিট মি লুজ ফিনিশিং পাওডার কাজে লাগাতে পারেন।

একটা ব্রাশের সাহায্যে অল্প-অল্প করে পাওডার নিয়ে চোখের তলা, আপার আই, নাক, চিবুক ইত্যাদি অংশের কনসিলারকে সেট করে নিন।

ডে-টাইম মেকআপের ক্ষেত্রে সাধারণত ফাউন্ডেশন না লাগালেও চলে। সেক্ষেত্রে এই পাওডারটি অনায়াসে ব্যবহার করুন।

৪. ঘন ভুরুর রহস্য

ঘন ভুরু এখন সব ফ্যাশনেই ইন।

তাই আপনার ভুরু যদি সেরকম ঘন না হয়, তাহলে পেনসিল-এর সাহায্যে এঁকে নিতে পারেন।

প্রথমে ভুরুটি একটি শেপে এঁকে নিয়ে তারপর রং করে নিন। এতে দেখতে ভাল লাগবে।

এবার যে-কোনও সেটিং পাওডারের সাহায্যে ভুরুটি সেট করে নিন।

এতে ভুরুদু’টি দেখতে ন্যাচারাল লাগবে এবং বেশি সময় ধরে সেট হয়েও থাকবে।

৫. গর্জিয়াস আই মেকআপ

দিন হোক কী রাত, পুজোর সময় আই মেকআপ ভালো করে না করলে চলে?

বিশেষ করে দিনের বেলা যেহেতু আমরা মুখে হালকা মেকআপ করবো, ফলে সেক্ষেত্রে চোখের মেকআপটি গর্জিয়াস করা দরকার।

এর জন্যে ইঙ্ক আইলাইনারের সাহায্যে চোখের উপরের পাতার মাঝামাঝি পর্যন্ত এঁকে নিন।

এবার আপনার স্কিন টোনের সঙ্গে সামঞ্জস্য রেখে যে-কোনও আই শ্যাডো বেছে ভাল করে অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আপার আই ল্যাশে লাগিয়ে নিন।

এটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করলে কিন্তু আপনার গোটা মেকআপটিই মেখে যেতে পারে।

ব্ল্যাক আইলাইনারের সামান্য উপর থেকে আই শ্যাডোটি অ্যাপ্লাই করুন।

তবে ব্রাশ দিয়ে ড্র্যাগ করবেন না একেবারেই।

এক্ষেত্রে আপনার চোখে খুব সুন্দর একটি স্মাজি লুক দেবে।

এবার লোয়ার আই ল্যাশেও ব্রাশের সাহায্যে এই একই শেডের আই শ্যাডো লাগিয়ে নিয়ে স্মাজ করে নিন।

৬. হাইলাইটার

এবার চোখের ইনার কর্নার আর ব্রো বোন হাইলাইট করার পালা।

এর জন্যে ফেস পাওডার ব্যবহার করতে পারেন।

অপেক্ষাকৃত একটি ছোট ব্রাশের সাহায্যে চোখের ইনার কর্নার ও ব্রো বোন হাইলাইট করে নিন।

৭. স্মাজি আই চাই

ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করে এবার আই ল্যাশে লাগিয়ে নিন।

এটি শুকিয়ে যাওয়ার পর আবার আর একটি কোট তার উপর দিয়ে নিন।

এর ফলে আপনার আই ল্যাশগুলি ঘন লাগবে।

এবার কাজল-স্পেড-এর সাহায্যে চোখের আপার ওয়াটারলাইনে ও অর্ধেক লোয়ার ওয়াটারলাইনে অ্যাপ্লাই করে নিন।

দেখবেন আপনার চোখে কি সুন্দর একটি স্মাজি লুক এসেছে।

৮. স্কিনের সঙ্গে ব্লেন্ডিং মাস্ট

এবার ব্লাশ শেডটি বেছে গালে, চিবুকে, নাকে হালকা করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করুন।

আপনার স্কিন টোনের সঙ্গে খাপ খাইয়ে নেয়, এমন যে-কোনও ব্লাশই এক্ষেত্রে নিশ্চিন্তে কাজে লাগাতে পারেন।

তবে খেয়াল রাখবেন, ব্লাশ যেন ত্বকের সঙ্গে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়।

তারপর ফেস পাওডারের সাহায্যে গাল, চিবুক, নাক, কপালে ভাল করে লাগিয়ে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিন।

এই হাইলাইটার আপনার মুখকে খুব সুন্দর শার্প একটি লুক দেবে।

মনে রাখবেন, মেকআপ যাই করুন না কেন, ভাল করে স্কিনের সঙ্গে ব্লেন্ড না করলে কিন্তু সেটা দেখতে খুব বিচ্ছিরি লাগবে।

৯. মানানসই লিপ কালার

মেকআপের শেষ ধাপে লিপ কালার মাস্ট।

এর জন্যে আপনি লিকুইড লিপ কালার ব্যবহার করতে পারেন।

তবে আপনার পোশাকের সঙ্গে ম্যাচিং যে-কোনও শেডের লিপ কালারই ব্যবহার করতে পারেন।

তবে যেহেতু ডে-টাইম মেকআপের কথা আমরা বলছি, তাই লিপ কালার বেশি ডিপ না হওয়াই বাঞ্ছনীয়।

১০. দীর্ঘস্থায়ী মেকআপের টিপস

এবার লং লাস্টিং মেকআপ সেটিং স্প্রে এর সাহায্যে স্প্রে করে মেকআপ সেট করে নিন।

এর ফলে সারাদিন ঘুরেও দেখবেন আপনার মেকআপ গলে যাবে না।

ব্যস, এবার আপনার মেকআপ রেডি!

এই মেকআপের একটা মজার ব্যাপার হল, যে-কোনও আউটফিটের সঙ্গেই এই সিম্পল আর গ্ল্যামারাস মেকআপ খাপ খেয়ে যাবে।

তাহলে আর দেরি না করে আমাদের স্টেপ বাই স্টেপ গাইডেন্সের সাহায্যে খুব জলদি করে ফেলুন এই পারফেক্ট ডে-টাইম মেকআপ।