Search
Close this search box.

ফ্লোরাল স্কার্টে আত্মবিশ্বাস বাড়ান

সবার আলমারিতে যে পোশাকগুলি থাকা একান্ত আবশ্যক, তার মধ্যে অবশ্যই আসবে ফ্লোরাল স্কার্ট।

ডেইলি ওয়্যার থেকে আউটিং, কী পরবেন তা নিয়ে কম-বেশি সকলেই চিন্তায় ভোগে।

এক্ষেত্রে বেছে নিতে পারেন স্কার্ট।

এখন ফ্লোরাল স্কার্টের বেশ চল দেখা যাচ্ছে।

দেখবেন, খুব মন কেমনের দিনেও স্রেফ একটি স্কার্টের সৌন্দর্যেই ঝলমলিয়ে উঠবে আপনার চারপাশ।

স্কার্ট পরার আগে কিন্তু ফিটিং সম্পর্কে নিঃসন্দেহ হয়ে নেবেন।

সেই সঙ্গে দেখে নিন, তা আপনার চেহারায় মানাচ্ছে তো?

যাঁদের গড়ন একটু ভারীর দিকে, তাঁরা বেছে নিন ফ্লেয়ারড স্কার্ট।

পেনসিল বা এ লাইন স্কার্ট ছিপছিপে, লম্বাদের ভালো মানায়।

স্কার্টে খুব ঘন, গাঢ় প্রিন্ট থাকলে সাদামাটা টপ পরুন সঙ্গে।

তবে স্কার্টে সাজেশন আছে, এমন রঙের টপ বাছাই সবচেয়ে ভালো।

যেহেতু ফ্লোরাল স্কার্টে একাধিক রঙ থাকে, তাই বেশ কয়েক ধরনের টপের সঙ্গেই পরতে পারবেন।

ঢিলেঢালার সঙ্গে স্কিন ফিট টপ বেছে নিলেই দেখতে সবচেয়ে ভালো লাগবে।

লম্বা ফ্লোরাল স্কার্ট পরলে কিন্তু চমৎকার বোহেমিয়ান লুক তৈরি হয়, তবে সেক্ষেত্রে খুব সতর্ক হয়ে অ্যাকসেসরিজ বাছাই করতে হবে।

সাধারণত স্যান্ডাল, বিশেষ করে থং স্যান্ডাল, ফ্লিপ-ফ্লপ, ব্যালেরিনা, ওয়েজ হিল দেখতে ভালো লাগে স্কার্টের সঙ্গে।

নিতে পারেন ক্রস বডি ব্যাগ। কানে পরুন হুপ বা ছোট ছোট মুক্তোর ড্রপ দেওয়া দুল।

ম্যাচিং স্কার্ফ সুন্দর করে নিলেও দারুণ স্টাইল স্টেটমেন্ট তৈরি হতে পারে।

স্কার্টের লেন্থ বুঝে জুতো বেছে নিন। আপনিও তেমনটাই করুন আর ফুরফুরে থাকুন।