Search
Close this search box.

গরমকালে চুল ফ্রেশ রাখার উপায়

গরমকালটা তাহলে শেষ পর্যন্ত এসেই গেল, কি বলেন?

আর গরমকাল মানেই কিন্তু আপনার চুলের বারোটা বেজে যাওয়া।

ভাবুন তো, পার্টিতে যাবেন বা অফিসে যাওয়ার জন্য সেজেগুজে বেরোলেন, কিন্তু পথেই ঘামে আপনার চুল তেলতেলে হয়ে এক্কেবারে চুপসে গেল।

শ্যাম্পুর আর নাম-ও-নিশানও রইলো না। আর স্টাইলের হাল—সে তো বলাই বাহুল্য।

এই বিচ্ছিরি গরমেও আপনার চুলকে কীভাবে ফ্রেশ আর ফুরফুরে রাখবেন আসু জেনে নেই।

 চুলকে হালকা করে বাঁধুন

স্টাইল করে সুন্দর একটা হেয়ার স্টাইল তো করলেন।

কিন্তু ঘামে সেটা একদম খারাপ হয়ে গেল।

কি খারাপ ব্যাপারটাই না হবে বলুন তো! তার থেকে গরমে বরং আপনার চুলকে একদম আলগা করে বাঁধুন, যাতে ঘাম খানিক হলেও কম বসে চুলের গোড়ায়।

আর হ্যাঁ, গরমে কিন্তু চুল খোলা না রাখাই ভালো।

চুলকে ঢেকে রাখুন

গরমকাল মানেই কড়া রোদ। আর বাড়িতে বসে থাকলে তো আপনার দিন চলবে না, রাস্তায় তাই বেরোতেই হবে।

সূর্যের আলোয় কিন্তু বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থাকে, যা আপনার চুলকে এফেক্ট করতে পারে। ফলে চুল ড্যামেজ হয় তো বটেই, সেইসাথে কিন্তু রাফ আর নিষ্প্রাণও হয়ে যেতে পারে।

তাই রাস্তায় বেরোলেই এবার থেকে চুলকে ঢেকে রাখার বন্দোবস্ত করুন।

স্কার্ফ ব্যবহার করতে পারেন। নয়তো ছাতা কিন্তু মাস্ট।

চুল কম ধোবেন

জানি গরমকালে চুলে ঘাম জমে চুল তেলতেলে হয়ে যায় বলে আপনিও ঘন ঘন চুলে শ্যাম্পু করতে ভালোবাসেন।

কিন্তু জানেন কি, আপনার ওই ঘন ঘন শ্যাম্পু করা কিন্তু চুল থেকে তেল সরানোর বদলে বাড়তি অয়েল প্রোডাকশনে সাহায্য করে।

পারলে ড্রাই শ্যাম্পু করা অভ্যেস করুন।

কন্ডিশন করতে ভুলবেন না

শ্যাম্পু করার পর আপনার চুলকে কন্ডিশন করতে কিন্তু ভুলবেন না।

দোকান থেকে কেনা কন্ডিশনার তো নাহয় অ্যাদ্দিন লাগালেন, এবার নাহয় ঘরে বসে ন্যাচারাল কন্ডিশনারেই আপনার চুলকে দিন ফ্রেশ লুক।

ব্যবহার করুন অ্যাপল সিডার ভিনিগার।