Search
Close this search box.

অতিরিক্ত চুল পড়া রোধ করতে ঘরোয়া ২টি হেয়ার প্যাক

নারীর সৌন্দর্যের অন্যতম মূল আকর্ষণ হল তার চুল। স্বাস্থ্যোজ্জ্বল ঘন কালো একরাশ চুলের অধিকারী হতে কে না চায়, বলুন তো! কিন্তু আজকাল অতিরিক্ত চুল ঝরে পড়া, একটা বিশাল সমস্যা। বাইরের ধুলোবালি, রোদ, দূষিত আবহাওয়া চুলের সৌন্দর্য নষ্ট করে দেয়।

হাতে গুনে সপ্তাহে দুই দিন, মাত্র 30 মিনিট সময় বের করতে পারি, তাহলে আমরা চিরতরে চুলের এই সমস্যার সমাধান পেতে পারি।

টক দই এর টক্করঃ

মাথার অতিরিক্ত চুল পড়া রোধে, টক দই এর জুড়ি মেলা ভার। টক দই-এ প্রচুর পরিমাণে এনজাইম থাকে যা চুলকে কোমল করে, চুলের গোড়া মজবুত করে এবং সঙ্গে খুশকিও রোধ করে।

উপকরণঃ

  1. টক দই (বড় চামচের দুই চামচ )
  2. হারবাল হেনা পাউডার (বড় চামচের চার চামচ )
  3. এক চা চামচ মধু
  4. এক চা চামচ লেবুর রস
  5. পরিমাণ মতন চায়ের লিকার
  6. নারকেল তেল (এক চা চামচ )
  7. একটা ডিমের কুসুম
  8. নিম পাতা পেস্ট (এক চামচ)
  9. তুলসী পাতা পেস্ট (এক চামচ)

ব্যবহারবিধিঃ

১. আগের দিন রাতে চায়ের লিকার এর মধ্যে হেনা পাউডার ভিজিয়ে রেখে দিন।

২. পরের দিন এই মিশ্রণটিতে মধু , লেবুর রস, নারকেল তেল, টক দই্‌, ডিমের কুসুম, নিম পাতা ও তুলসী পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।

৩. ভালোভাবে চুলটা হারবাল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন অতঃপর হাতের আঙ্গুল কিংবা ব্রাশের সাহায্যে মাথায় এটিকে খুব সুন্দর ভাবে লাগিয়ে দিন ।

৪. মাথায় এই মিশ্রণটি 30 মিনিট রাখুন তারপর হারবাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।(প্রয়োজনে আগের দিন রিঠে ভিজিয়ে রেখে সেটিকেও শ্যাম্পু আকারে ব্যবহার করতে পারেন)

৫. এবার আলতো করে চুলটাকে তোয়ালের সাহায্যে মুছে নিন।

৬.সপ্তাহে 2 দিন এই হেয়ার প্যাক টি ব্যবহার করুন।

 পাকা কলার পাকামিঃ

পাকা কলা, চুলের সৌন্দর্যের এক অন্যতম প্রাকৃতিক উপাদান। এটি ব্যবহারে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয় এবং চুল মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল হয়। কারণ পাকা কলার মধ্যে আছে প্রচুর পরিমানে কার্বোহাইডেট, B12 এবং আরো কিছু পুষ্টিকর উপাদান, যা চুলের পক্ষে খুবই অপরিহার্য।

উপকরণঃ

  1. পাকা কলা একটি
  2. অলিভ অয়েল দুই চা চামচ
  3. দুই চা চামচ নারকেল তেল
  4. দুই চা চামচ লেবুর রস

ব্যবহারবিধিঃ

১. প্রথমে একটা কাচের বাটিতে কলাটাকে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। (প্রয়োজনে মিক্সচার ব্লেন্ডারে কলাটাকে পেস্ট করে নিতে পারেন )

২. এবার ওই পেস্টটিতে, দুই চা চামচ অলিভ অয়েল, নারকেল তেল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে দিন।

৩. পুরোপুরি মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলে এটিকে খুব যত্ন সহকারে লাগিয়ে দিন।

৪. 15 মিনিট রেখে দেওয়ার পরে কোন হারবাল শ্যাম্পু দিয়ে চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিন। (প্রয়োজনে আগের দিন রিঠে ভিজিয়ে রেখে সেটিকেও শ্যাম্পু আকারে ব্যবহার করতে পারেন)

৫. এরপর চুলে কন্ডিশনার লাগিয়ে চুলটাকে শুকিয়ে নিন যাতে চুলের গোড়ায় জল না জমা থাকে।

৬.সপ্তাহে দুই দিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন।