Search
Close this search box.

মেকআপ না তুলে ঘুমালে ত্বকের যে ক্ষতি হয়

সারাদিন ঘুরে এসে ক্লান্ত শরীরে মেকআপ না তুলেই শুয়ে পড়ছেন? ভাবছেন এতে কিছু হচ্ছে না?

এতেই কিন্তু হচ্ছে মারাত্মক ক্ষতি। প্রসাধনীর ক্ষতিকর উপাদান স্কিনের মারাত্মক ক্ষতি করে।

স্কিনকে নষ্ট করে দেয়। শুধু স্কিন নয় চোখেরও ক্ষতি করে।

জেনে নিন কি কি ক্ষতি হতে পারে, মেকআপ না তুলে শোবার ফলে।

ব্রণের সমস্যা

খুব ব্রণের সমস্যায় ভোগেন? আর রাতে মেকআপ ঠিকমত না তুলেই শুয়ে পড়েন?

তাহলে কিন্তু নিজেই নিজের স্কিনের সর্বনাশ ডেকে আনছেন।

কারণ এর ফলে ব্রণের সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রাত্রে স্কিনকে পরিষ্কার করে ঘুমনো খুব দরকার।

মেকআপ, ধুলোবালি, তেল এসব স্কিনে থেকে গেলে, ব্রণ ও ওপেন পোরসের সমস্যা বহুগুণে বেড়ে যায়।

এবং তা পুরোপুরি ঠিক হয় না। অনেক সময় এর ফলে স্কিনে ইনফেকশনও হয় মারাত্মক ভাবে।

স্কিন অ্যালার্জি, রাশ ছাড়াও আরও নানান স্কিনের সমস্যা। মনে রাখবেন রাতে স্কিনকে ঠিক মতো শ্বাস নিতে দেওয়াও জরুরী।

চোখের ইনফেকশন

রাতে চোখের কাজল তুলে না শুলে চোখে মারাত্মক ইনফেকশন হবার সম্ভবনা থাকে।

চোখে অ্যালার্জি, মারাত্মক চোখ ফোলা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালা এসব সমস্যা হতে পারে।

চোখ দিয়ে জল পড়া এসব সমস্যা হয়।

চোখের তলায় কালি

চোখের তলায় কালি কিছুতেই যাচ্ছে না? এর একটা কারণ হল কাজল না তুলে রাতে ঘুমনো।

ক্রমাগত চোখে কাজল মেকআপ পরিষ্কার না করার ফলে, চোখের তলায় কালি পড়তে থাকে।

চোখের চারপাশের স্কিন কুঁচকে যায়। তাই চোখের তলায় কালি যদি না চান তাহলে, সঠিকভাবে মেকআপ, কাজল পরিষ্কার করুন।

স্কিনের উজ্জ্বলতা চলে যায়

রাতে মুখ পরিষ্কার না করে শুয়ে পড়লে, স্কিনের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়।

প্রসাধনীর নানারকম ক্ষতিকর কেমিক্যাল স্কিনের মারাত্মক ক্ষতি করে। যার ফলে স্কিন একদম প্রাণহীন হয়ে পড়ে।

স্কিন খুব ড্রাই হয়ে যায়। এছাড়াও ইনফেকশন হয়ে যেতে পারে।

এবং স্কিন ক্যান্সারের মত মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে।

স্কিন তাড়াতাড়ি বুড়িয়ে যায়

ক্রমাগত মেকআপ ঠিকমত না তুলে শোবার ফলে, ত্বকের মৃত কোষ সরে না।

আর নতুন কোষ জন্মাতে পারে না। তার ফলে খুব তাড়াতাড়ি স্কিন এজিং চলে আসে।

স্কিন বুড়িয়ে যায়। স্কিন বয়সের আগেই ঝুলে যায় বা কুঁচকে যায়।

তাই স্কিনের তারুণ্য ধরে রাখতে অবশ্যই রাতে মেকআপ, কাজল ভালো করে পরিষ্কার করে শুতে যান।

তাহলে দেখলেন তো আপনার ছোট্ট একটা ভুলের জন্য কত বড় সমস্যা হতে পারে।

তাই নিজের স্কিন এবং চোখের ক্ষতি যদি না চান তাহলে, অবশ্যই চোখের কাজল মেকআপ ভালো করে পরিষ্কার করে শোবেন।

এখন বাজারে অনেক ক্লিনজার ও টোনার পাওয়া যায়। ক্লিনজার দিয়ে কাজল, মেকআপ তুলে তারপর টোনার লাগিয়ে নিন।

আর শেষে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কারণ স্কিনের ময়েশচারকে ধরে রাখা খুব জরুরী।

ব্যাস এরপর যত ইচ্ছা মেকআপ করুন নো প্রবলেম!