Search
Close this search box.

যদি কখনও মেকআপ তুলতে ভুলে যান, তাহলে কি করবেন?

সারাদিনের শেষে মুখ পরিষ্কার করা খুবই জরুরি।

ধুলো-ময়লার সঙ্গে ত্বকে লেগে থাকা মেক-আপও পরিষ্কার করে ফেলা দরকার।

মুখের মেকআপ তোলা জন্য নানা ধরনের পণ্য বাজারে পাওয়া যায়।

কিন্তু রাসায়নিক মেক-আপ তুলে ফেলার জন্য যদি ত্বকের উপর ফের রাসায়নিক প্রয়োগ করা হয়, তা হলে দীর্ঘমেয়াদে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।

তাই মেক-আপ রিমুভার হিসেবে প্রাকৃতিক দ্রব্য ব্যবহার করাই যেতে পারে। যদিও প্রাকৃতিক হলেও কোনও দ্রব্যের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।

বিশেষত, যদি সংবেদনশীল ত্বক হয়। তাই যে কোনও উপাদান ব্যবহারের আগে ত্বকের ধরন এবং ওই পণ্যের কোনও প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা জেনে নেওয়া দরকার।

এমন কিছু প্রাকৃতিক উপাদন রয়েছে, যা ব্যবহার করে মুখ থেকে মেক-আপ তোলার কাজ যেমন সহজ হবে,তেমনই ত্বক উজ্জ্বলও হবে। দেখে নেওয়া যাক এক নজরে।

অ্যালোভেরা

অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা প্রাকৃতিক ভাবে মুখ পরিষ্কার করতে সাহায্য করে।

চাইলে এর সঙ্গে গোলাপ জলও মিশিয়ে নেওয়া যেতে পারে।

সামান্য অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা গোলপা জল মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট ম্যাসাজ করতে হবে।

তারপর মিনিট পাঁচেক তা রেখে দেওয়াও যেতে পারে। এরপর মুখ ধুয়ে নিলেই দেখা যাবে সমস্ত মেক-আপ উঠে গিয়েছে। এটি ডিপ ক্লিনজিংয়ে সাহায্য করে।

বেসন

প্রাকৃতিক ভাবে ত্বকের ময়লা পরিষ্কার করতে বেসন খুবই উপকারী।

বেসন ট্যানিং দূর করতে সাহায্য করে, ফলে ত্বক উজ্জ্বল হয়ে থাকে।

চাইলে বেসনের মধ্যে দুধ মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। দুধ মেক-আপ পরিষ্কার করার জন্য আদর্শ।

পাশাপাশি এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুবই সহায়ক।

প্রয়োজন হলে দুধ-বেসনের মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেওয়া যেতে পারে।

এই মিশ্রণ ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলা যায়।

মনে রাখতে হবে

যে কোনও পণ্য ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।

রাসায়নিক হোক বা প্রকৃতিক, যে কোনও উপাদান ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে তা যেন চোখে চলে না যায়।

ত্বক সংবেদনশীল বা ব্রণ প্রবণ হলে প্রাকৃতিক উপাদান নিজের ইচ্ছে মতো ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ মতো চলাই ভাল।