Search
Close this search box.

নেল আর্ট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানা আছে কি?

নানা রঙে নখকে মনের মত করে সাজাতে আমরা সবাই ভালো বাসি।

নানারকম নেল আর্টে ভরা নখ।

দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু অতিরিক্ত নেল আর্ট অজান্তেই কোন ক্ষতি ডেকে আনছে না তো? আসুন জেনে নি।

নখের হলুদ হয়ে যাওয়া

নেল আর্টে যদিও তেমন কোন ক্ষতি নেই। কিন্তু অতিরিক্ত একদমই ভালো না। 

এতে নখ সাময়িক ভাবে সুন্দর থাকলেও আসলে কিন্তু নখের ক্ষতি হচ্ছে।

নখ সবসময় যদি নেল আর্টে ভরিয়ে রাখা হয় তাহলে, নখের স্বাভাবিক সাদা রঙটি নষ্ট হয়ে যায়।

নখ হলদেটে হয়ে যায়। এবং নখে ছোপ পড়ে। নখের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। 

তখন দেখতে খুবই খারাপ লাগে।

নখ ভঙ্গুর হয়ে যায়

খুব বেশি নেল আর্ট নখকে ভঙ্গুর করে তোলে। খুব সহজেই নখ ভেঙে যায় তখন।

নখ একটু বড় হলেই ভেঙে যায়। তাই নখ যাতে সুন্দর ভাবে বড় রাখতে পারেন তাই খুব বেশি নেল আর্ট না করাই ভালো।

অ্যালার্জি

অতিরিক্ত নেল আর্ট স্কিনের জন্য ভালো না।

এর থেকে স্কিন লাল হয়ে যায়, চুলকোতে থাকে।

এবং যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে, নেল আর্টের ফলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে।

বিভিন্ন ক্ষতিকর উপাদানের ফলে স্কিনে অ্যালার্জি, অনেকসময় স্কিনে ইনফেকশনও হয়ে যায়।

ক্যান্সার

নেল আর্ট অর্থাৎ নেল পলিশে থাকে বিভিন্ন ক্ষতিকারক উপাদান যা বিভিন্ন চর্মরোগ ডেকে আনতে পারে।

আবার অনেক সময় এটি ত্বকের ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়ায়।

অন্যান্য ক্ষতি

শুধু ক্যান্সার নয় আরও নানারকম রোগ হতে পারে।

নেল পলিশের ক্ষতিকর উপাদান, স্কিনের সাথে সাথে শরীরের নার্ভ সিস্টেমকেও বিগড়ে দিতে পারে।

এবং শরীরের ভেতরের বিভিন্ন সিস্টেমের জন্য তা ক্ষতিকর।

তবে এই ক্ষতিকর প্রভাবগুলি যদি খুব বেশি নেল আর্ট করা হয় তাহলেই হয়।

আর যদি নেল পলিশ যদি খুব নিম্নমানের হয়। নাহলে এসবের কোন সম্ভাবনা নেই।

তাহলে কি ভাবছেন নেল আর্ট করাই ছেড়ে দেবেন? না সেটা নয়।

করুন, তবে খুব বেশি না। নখকে মাঝে মাঝে নেল আর্ট, নেল পলিশ থেকে বিরাম দিন।

তাহলে নখও ভালো থাকবে। আর আপনার শরীরও।