Search
Close this search box.

নখের চারপাশের কালো দাগ তোলার ৪টি উপায়

নিজেকে আরও বেশী স্মার্ট ও ফ্যাশনেবল রাখতে নখকে সুন্দর রাখতেই হবে।

যতই সুন্দর পোশাক পরুন,নখে যদি কালো বা হলুদ ছোপ থাকে, তাহলে পুরো লুকটাই বিগড়ে যাবে।

তাই নখকে পরিষ্কার আর সুন্দর রাখা কিন্তু মাস্ট। তবে এর জন্য একগাদা খরচা করে ম্যানিকিওর করার দরকার নেই।

নখের কালো দাগ তুলতে বাড়ির কয়েকটা খুব সহজ উপাদানই কাফি।

যেগুলো নখের এই ছোপ তুলে ফেলতে জাস্ট অসাধারণ। দেখুন।

১. লেবুর রস

লেবু খুব ভালো ব্লিচার হিসাবে কাজ করে।

যেকোনো দাগ তুলতেই লেবু জাস্ট অসাধারণ।

তাই নখের চারপাশের কালো দাগ যে খুব সহজেই তুলে ফেলবে, এতে কোন সন্দেহ নেই।

উপকরণ

লেবুর রস ১ টা গোটা।

পদ্ধতি

এটা ব্যবহার করা খুব সহজ। কিছুই না, জাস্ট লেবুর রস করে নিন।

একটা গোটা লেবুর রস করে নিন। এবার নখগুলো এতে ভিজিয়ে রাখুন।

এবার একটা পরিষ্কার টুথ ব্রাশ নিন।

নখ ১০ মিনিট ভিজিয়ে রাখার পর ব্রাশ দিয়ে নখ ঘষে নিন।

বিশেষ করে কালো দাগ হয়ে আছে যে জায়গাগুলো সেখানে ভালো ঘষে নিন।

১০ মিনিট ঘষে একদম হালকা গরমজলে নখ ধুয়ে নিন।

তারপর নখ ভালো করে মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

খুব তাড়াতাড়ি ফল পেতে দিনে দু’বার করে ফেলুন এটা। তারপর দেখুন ফল।

২. সাদা টুথপেস্ট

বাড়িতে যদি সাদা টুথপেস্ট থাকে তাহলে এটাকেই কাজে লাগান।

এটা খুব ভালো কাজ করবে নখের কালো ছোপ তুলতে।

উপকরণ

সাদা টুথপেস্ট পরিমাণ মতো।

পদ্ধতি

সাদা টুথপেস্ট নিয়ে, নখে কিচ্ছুক্ষণ লাগিয়ে রাখুন। ওই ১৫ থেকে ২০ মিনিট মতো।

তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন একটু।

এটাও রোজ করলেই কিছুদিন পর ঝকঝকে সাদা নখ হাতের মুঠোয়।

৩. বেকিং সোডা ও লেবুর রস

এই দুটোই অসাধারণ ব্লিচ হিসাবে কাজ করে।

তাই নখকে ঝকঝকে করতে আপনাকে সাহায্য করবেই এই মিশ্রণ।

উপকরণ

লেবুর রস ২ চামচ, বেকিং সোডা ১ চামচ।

পদ্ধতি

একটি পাত্রে লেবুর রস ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন।

এবার এটা নখে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।

তারপর হালকা গরমজলে ধুয়ে ফেলুন।

এটা সপ্তাহে তিন থেকে চারদিন করুন। নখ হবে চকচকে।

৪. বেস কোট

নখকে সাদা রাখার জন্য, নেলপলিশ ঠিক করে পরাও দরকার।

পদ্ধতি

প্রথমে বেস কোট লাগিয়ে নিন।

এবার এটা শুকিয়ে গেলে এর ওপর আরেক কোট দিন।

এটাও শুকিয়ে গেলে এর ওপর টপ কোট বা ফাইনাল কোট লাগান।

এক কোট শুকিয়ে গেলে তারপরই আরেকটা কোট লাগাবেন।

নেলপলিশ পরার আগে প্রথমের এই বেস কোট লাগানো কিন্তু খুবই দরকার।

এতে নখ ভালো থাকে।

আর এর সাথে স্কিন ও চুলের মতো নখকে ময়েশ্চারাইজড করাও কিন্তু খুব দরকার।

যেটা আমরা প্রায় করিই না।

তার ফলে নখ অতিরিক্ত শুকিয়ে গিয়ে নখে কালো বা হলুদ ছোপ পড়ে যায়।

তাই নখে ময়েশ্চারাইজার মাখা খুব দরকার।

আর যদি পরিষ্কার সাদা নখ পেতে চান, তো স্কিনের মত নখেও দিনে দু থেকে তিনবার ময়েশ্চারাইজার মাখা দরকার।

দেখলেন তো কত সহজে নখকে সাদা করে তোলা যায়।

এই প্রতিটা উপায় এক একদিন এক একটা ট্রাই করুন।

একমাসের মধ্যে নখে সব দাগ দেখবেন উধাও আর বদলে সাদা চকচকে নখ!

তাহলে আর দেরী কীসের? নখকে পরিষ্কার করে চকচকে করে তোলার চেষ্টা শুরু হোক আজ থেকেই?