Search
Close this search box.

চুলের রুক্ষ ভাব দূর করার টেকনিক

চুল খুব রুক্ষ হয়ে যাচ্ছে? ফেটে যাচ্ছে? অনেক প্রোডাক্ট ব্যবহার করলেও তেমন মনের মত ফল পাওয়া যাচ্ছে না।

বরং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের ফলে, চুল আরও বেশি রুক্ষ হয়ে যায়।

পার্লারে যাবার কোন দরকারই পড়বে না। কারণ আপনার বাড়িতেই আছে এমন কিছু জিনিস যেগুলো জাস্ট দু থেকে তিনবার ব্যবহার করে দেখুন।

আজকের টিপসের যেকোনো দুটি উপায় নিয়মিত ব্যবহার করুন।

ডিম  

ডিম শুধু খেলেই হবে না, খাবার সাথে সাথে চুলেও লাগাতে হবে।

কারণ ডিম চুল যেমন নরম রাখতে সাহায্য করে, তেমনি চুল পড়া রোধেও বিশেষ ভূমিকা নেয়।

প্রথমবার ব্যবহার থেকেই ফল পাবেন। এক থেকে দুটো ডিমের সাদা অংশ নিয়ে, তাতে একচামচ অলিভ তেল ও মধু ভালো করে মেশান।

এই মিশ্রণটি পুরো চুলে ভালো করে লাগান। আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এছাড়াও একই ভাবে ব্যবহার করতে পারেন ডিম, দই ও আমণ্ড তেলের মিশ্রণ।

নারকেল তেল 

আমরা নানারকম স্পেশাল তেল ব্যবহার করি চুল ভালো রাখার জন্য।

কিন্তু হাতের কাছেই আছে খুব সহজ একটি উপাদান যার মত ভালো আর কিছু হতে পারে না।

সেটি হলো খাঁটি নারকেল তেল, নারকেল তেল হালকা গরম করে সেটি স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে ভালো করে ম্যাসাজ করুন।

তারপর একটা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন আধঘণ্টা থেকে একঘণ্টা মত।

তারপর শ্যাম্পু করতেও পারেন বা জল দিয়েও ধুতে পারেন। সপ্তাহে দুবার করলে ভালো ফল পাবেন ।

দই 

যদি খুব তাড়াতাড়ি রুক্ষ চুলকে নরম কোমল বানাতে চান তাহলে ব্যবহার করুন দই।

জাস্ট একটু দই নিয়ে চুলে লাগান। আর কিছু লাগবে না। ৩০ থেকে ৪০ মিনিট রাখুন।

তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করুন।

মধু 

মধু ত্বককে সুন্দর করার সাথে চুলকেও সুন্দর রাখতেও বেশ উপকারি।

দু চামচ মধু এক কাপ জলে ভালো করে মেশান। তারপর এই মিশ্রণটি পুরো চুলে ভালো করে স্প্রে করুন।

স্ক্যাল্পে স্প্রে করুন। এরপর স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন।

১৫ মিনিটের বেশি রাখবেন না। জল খুব বেশি গরম যেন না হয়, এতে চুলের ক্ষতি হতে পারে।

অ্যালোভেরা  

অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এতে আছে ৭৫টি উপকারী উপাদান চুলের জন্য।

যা চুলের কেরাটিন প্রোটিনের বিশেষ যত্ন নেয়। অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

বা অ্যালোভেরা  জেলের সঙ্গে এক চামচ মধু ভালো করে মেশান। ১০ থেকে ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

এতে চুল পড়া বন্ধ হবে এবং চুল হবে নরম কোমল।

অ্যাভোকাডো  

ড্রাই চুলের সমস্যায় অ্যাভোকাডো খুব ভালো কাজ দেয়।

কয়েকটা পাকা অ্যাভোকাডো ব্লেণ্ড করে নিন।  এরপর এতে মেশান দু চামচ অলিভ তেল।

ভালো করে মিশ্রণ বানিয়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। মিশ্রণটি লাগাবার পর সাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন।

তারপর মাইলড  শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন চুলকে রেশমের মত বানাতে মাইলড শ্যাম্পুই ভালো।

তাহলে চুলকে রেশমর মত বানানো এখন কোন সমস্যাই নয়।

এই কয়েকটা জিনিস নিয়মিত ব্যবহার করুন।