Search
Close this search box.

দাগ বিহীন ত্বক পেতে যা করবেন

পলিউশন, অযত্ন বা স্বাস্থ্যগত কারণে আমাদের ত্বকে নানান রকম দাগ পড়ে যায়।

চলুন সহজ এবং ঘরোয়া উপায়ে মুখের দাগ দূর করার ফেসপ্যাক তৈরি করে নিই।

মুখের কালো ছোপ দূর করার উপায়

হাফ বাটি ধনেপাতার রস নিন।

সাথে ১ চামচ হলুদ গুঁড়ো মেশান।

ভালো করে মিশ্রণটি মিক্স করুন।

রেডি হয়ে গেলে কালো ছোপগুলোতে লাগান।

লাগানোর পর ৫ মিনিট ভালো করে ম্যাসাজ করুন।

এরপর ৩০ মিনিট অপেক্ষা করে ভালো করে মুখ ধুয়ে নিন।

প্রতিদিন একবার করে ব্যবহার করলে জলদি রেজাল্ট পাবেন।

বলিরেখা দূর করার উপায়

চন্দনের গুঁড়ো নিন ২ চা চামচ, সাথে মেশান ১ চা চামচ গ্লিসারিন, ১চা চামচ লেবুর রস, ১ চা চামচ গোলাপজল।

ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার করে ব্যবহার করুন প্যাকটি।

ব্রণ এর দাগ দূর করার উপায়

একটা মাঝারী সাইজের টমেটো নিন।

টমেটোটা মাঝখান থেকে সমান ভাগে ভাগ করুন।

এবার মুখের দুই সাইডে ব্রণ-এর দাগে ভালো করে ম্যাসাজ করুন।

৫ মিনিট ঘড়ির কাটার দিক অনুযায়ী, ৫ মিনিট ঘড়ির কাটার বিপরীত দিক করে ম্যাসাজ করুন।

তারপর আর ৫ মিনিট রেখে দিন শুকনোর জন্য।

এই প্যাকটি রোদে পোড়া দাগ বা মেকআপ রিমুভার হিসেবেও প্রতিদিন ব্যবহার করতে পারেন।

মুখের যেকোনো দাগ দূর করার উপায়

বেসন নিন ৩ চা চামচ, সাথে মেশান ২ চা চামচ টকদই, ও ২ চা চামচ শসার রস।

ভালো করে মিশিয়ে নিন একসাথে। মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন।

এরপর ভালো করে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে ৩ বার করে নিয়মিত ব্যবহার করুন।

নিজেই বুঝতে পারবেন ফলাফল